আমি ফুলী
অবলা বলে বলতে পারি না মুখে
স্বামীর নামটি,
আপনি’ ছাড়া যায় না বলা প্রিয়কে
তুমি”
কুসংস্কারে ঢাকা আমার শহর কি গ্রাম্য ভুমি।
ফুলের মতো দেখতে সুন্দর বলে
হয়তো আমার নাম রেখেছিল কেউ
ফুলী,
বাস্তবতায় এ যেনো এক নির্যাতীত
নারীর প্রতীক।
ভাগ্যের কাছে পরাজিত আমি
হতে পারিনি সংসারি,
দিন মাস বছর পেড়িয়ে
এখন আমি ত্রিশ পেড়িয়ে
মা বললেন,
বলবি না কাউকে কভূ কত
তোমার বয়সের উর্ধগতি।
ভ্রান্ত কুসংস্কার সতত
নারী বলে না তার বয়স
পুরুষ বলেন না তার
ইনকাম কত।
আমি ফুলী
ফুলের মতো নামটি বলে
প্রতিবাদ করি না
পাছে,
দুষ্ট লোকের দুষ্টমির নজর না লাগে
মোর গায়ে,
তব মন বলে কথা!
একই পৃথিবীতে সম মানব
পুরুষের চেয়ে নারীর
এতো কেনো ছুই ছুতো?কেনোই বা
এতো পার্থক্য?
নুন আনতে পান্তা ফুরোলে
নারীই কেনো দায়ী?
রান্নায় একটু হলে দেরি
মার খাবে কেনো,
এই স্বামী ভক্ত অ-ভাগীনি!।
বিয়ের প্রথম বছরে সংসারে যদি
ঘটে কোন অঘটন,
সব দোষ যেন,
অলক্ষনীয় নতুন বউয়ের আগমন
নারীর,
সকল সুখ সন্তানের মুখ
তাও যদি না থাকে কপালে
পুরুষ শাষিত এ সমাজ
সকল অপবাদ দেন যেন নারীর বন্ধাত্বে।
এ পাড়ায় যেতে মানা
ও পাড়ায় আছে হায়না
হিজাব পড়ো,
পর পুরুষ যেন
তোমার রূপ লাভন্য দেখতে পারে না
আমি বলি,
হিজাবে হবে কি পর্দা!
যদি মনের পর্দায় থাকে কালো কু-অধ্যায়।
আমি ফুলী
শত হাজারো চিত্র শিল্পীর মনের মাধুরী মিশানো
আমিই রং তুলি,
কেউ ভাবেন না আমার ভিতরে আমিটাকে নিয়ে
মন্তব্যই শুরু করেন
বাহ্ বেশ সুন্দর!
মুখে কামার্ত দেহটার সৌন্দর্য্যের লালা বের করে।
আমি ফুলী
আমিই নাকি বংশের অলুক্ষণি
জন্মের শুরুতেই মায়ের দিকে
পিতার রাগাম্বিত চাহনি,
চেয়েছিলো সে বংশ রক্ষার্থে কুড়াল
অথচ
এলাম আমি নারী,যারা
পিতার আসনকে শুণ্য করে
এক দিন হবেন
পরের ঘরণী।
আমি ফুলী
আমিই কন্যা জায়া জননী
বীজের অঙ্কুরোদ্দ্যোমের
পদ্ধতি শুধু আমি-নারীই জানি।
১৩টি মন্তব্য
আবু খায়ের আনিছ
কি বলব, সব তো আপনিই বলে দিয়েছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার শব্দের উপর দখল কম তাই সহজ সরল লিখি ভাই -{@
মৌনতা রিতু
এক কথায় হৃদয় স্পর্ষ লেখা।সত্যি কতো যে বাধা নারীর। যদি সে ভাঙ্গা ঘরে পূর্নিমার মততো উজ্জল আলোর রমনী হয়, তবে তো কথাই নেই, এ পাড়া ওপাড়ার হায়েনারা ছিড়ে খাবে।
আবারও শুভকামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোজা সাপটা লেখা।ধন্যবাদ -{@
মিষ্টি জিন
অসাধারন, হৃদয় ছোয়া লেখা।
সব বাঁধা অতিক্রম করে নারী তুমি এগিয়ে চল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ইয়েস এগিয়ে চলো -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই ফুলিরাই কন্যা জয়া জননী।
বড় লেখা হলে পড়তে বেশ ভালই লাগ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শব্দরা আমার কাছে ধরা দেয় না তাই কবিতা লেখা সম্ভব হয় না।ধন্যবাদ। -{@
মোঃ মজিবর রহমান
অসম্ভব ভাল লাগলো মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@
মোঃ মজিবর রহমান
বাস্তব চিত্র ।
নীলাঞ্জনা নীলা
নির্মম সত্যি তুলে ধরেছেন মনির ভাই।
চাটিগাঁ থেকে বাহার
অসাধারণ হয়েছে যেন
লিউনার্দো দা ভিঞ্চির মোনালিসা। -{@ -{@