
ধন আর মানের নইতো কাঙ্গাল
ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
মায়ের আচল তলে ভাবান চিন্তা হিন
কত সুখে আমার কেটে যেত দিন।
স্কুল ফাকি দিয়ে খেলাধুলা চলত
সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
বন্ধুদের সাথে কত মজা করতাম
আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।
দাদা বাড়ি, নানা বাড়ি
গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
দাদি নানীর গল্প শুনে
ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।
স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
বিনিময়ে দিব, নগর জীবনটাই
এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।
চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
ক্লাসে স্যারের মারন পিটন
বজ্জাত বেল্লিক গালি
আহা! কি অমৃত, যেনো সে বুলি।
আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।
২০টি মন্তব্য
আতা স্বপন
কবিতাটি আসলনা কেন?
ধন আর মানের নইতো কাঙ্গাল
ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
মায়ের আচল তলে ভাবান চিন্তা হিন
কত সুখে আমার কেটে যেত দিন।
স্কুল ফাকি দিয়ে খেলাধুলা চলত
সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
বন্ধুদের সাথে কত মজা করতাম
আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।
দাদা বাড়ি, নানা বাড়ি
গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
দাদি নানীর গল্প শুনে
ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।
স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
বিনিময়ে দিব, নগর জীবনটাই
এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।
চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
ক্লাসে স্যারের মারন পিটন
বজ্জাত বেল্লিক গালি
আহা! কি অমৃত, যেনো সে বুলি।
আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।
জিসান শা ইকরাম
লেখা কোথায়?
সম্পাদনায় ক্লিক করে লেখা লিখে ‘ লেখা জমা দিন ‘ এ ক্লিক করুণ।
আতা স্বপন
কাজ হচ্ছে না। কি প্রবেলেম বুজছিনা।
জিসান শা ইকরাম
কবিতা পোষ্টে দিয়ে দেয়া হয়েছে।
শুভ কামনা।
আতা স্বপন
সমস্যাটি কি ছিল?
জিসান শা ইকরাম
যে স্থানে লেখা পেষ্ট করেছেন আপনি, তার উপরেই আছে visual এবং ‘লেখা”। লেখাতে ক্লিক করে পেস্ট করতে হবে। আপনি সম্ভবত করেন নি। লেখাতে ক্লিক করে পেখা পেস্ট করবেন, এরপর visual এ ক্লিক করে প্রকাশ করবেন।
আতা স্বপন
ও আচ্ছা ! ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
শিশুকালে বড় হবার আকুতি ছিল আর এখন মনে হচ্ছে শৈশবকাল টাই শ্রেষ্ঠ ছিল। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
আতা স্বপন
ধন্যবাদ
ফয়জুল মহী
উপভোগ্য পড়া। আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।
আতা স্বপন
ধন্যবাদ। ফি আমান লিল্লাহ।
সুরাইয়া পারভীন
যা হারিয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না জানি আমরা তবুও ফিরে পেতে চাই সেই সব ফেলে আসা, না ভোলা দিন।
চমৎকার লিখেছেন
আতা স্বপন
ধন্যবাদ
তৌহিদ
আহা! সেই শিশুবেলার সোনালি দিনের কথা মনে করিয়ে দিলেন। সুন্দর লিখেছেন আতা ভাই।
আপনি অন্যদের লেখাতেও নিজের মন্তব্য জানান। এতে লেখক অনুপ্রাণিত হন।
ভালো থাকবেন ভাই।
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
ভাল প্রয়াস।
আতা স্বপন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ফেইসবুকের সোনেলা গ্রুপের এই পোষ্ট টা দেখুন, কিভাবে লেখা পেস্ট করবেন তা এখানে দেয়া আছে।
সুপায়ন বড়ুয়া
“আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।”
ফিরে পেতে চাইলে কি ফিরে পাওয়া যায়
সব কিছু হারিয়ে যায় স্মৃতির পাতায়।
ভাল লাগলো। শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ