ফিরব আবার

রোকসানা খন্দকার রুকু ২৮ নভেম্বর ২০২০, শনিবার, ০৮:০৮:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আমি আজীবন ফিরবনা
এমন প্রতিশ্রুতিতে আসিনি,
আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে।

কোন এক কার্তিকে আমার আগমন
বলাবলি কতজনে, এমন অসময়ে মেয়ে
সেতো অপয়া, অনটন, দূরদর্শা।
মা মুচকি হেসেছিল,
বাবা কপালে দিয়েছিল দীর্ঘ চুম্বন
আমার মেয়ে, আমার অহংকার।

শীতের আগমনী ঝরাপাতা
আমার গায়ে ফুল হয়ে পরেছিল টুপটাপ,
খেতের সোনালী ফসল ঝরিয়েছিল সোনা হাসি, গোয়ালের গরু দিয়েছিল খুশির হাম্বা, বাঁশ পাতাদের আনন্দে শনশন, শীত মারিয়ে- তারিয়ে সোনারোদ বলেছিল অভিনন্দন, শুভাগমন, শুভেচ্ছা মেয়ে তোমায়।

আবার এমনি এক দিনেই হয়ত ফিরব,
সেদিন শীতের ঝরাপাতা কান্না হয়ে ঝরবে
গোয়ালের গরু হাম্বা দিয়ে কাঁদবে
সোনালী ফসলের সোনা রঙ ম্লান হবে
বাঁশ পাতারা হাওয়ায় দুলে হাহাকার করবে
সূর্য অনশন ডাকবে না ওঠার
হুতোম প্যাঁচা লুকিয়ে পড়বে মগডালে
পুকুরে হাঁসের দল সাঁতার দেবেনা
কাক, কবুতর, চড়ুই বিরহে থাকবে ঠায়
মুরগীগুলো ডানাঝাপটে কাঁদবে।

লাঠি হাতে বৃদ্ধা মা দাঁড়িয়ে কাঁদবে আমার ফেরার পথে,
হাতে নিয়ে পুঁটি মাছের শিদল আর কুমড়ো ফুলের বড়া ।
বাবা একবুক নোনাজলে ভেজাবে আমার মাটি, সেখানে গজাবে নোনাজলের হরেক রকম ফুল রাশিরাশি।

পড়শীরা কানাকানি করবে
আহা! বড্ড ভালো ছিল
বলবে কেউ অগোছালো, উদাসীন, বদরাগী
বলবে কেউ- তবুও ভালো।

অবশেষে সাদা পাথরের এফিটাফে
খোদাই রবে আমিই সেই মেয়ে
অগোছালো, ব্যর্থ, যাচ্ছেতাই এক মানুষ
যার এছাড়া বিশেষ কোন ইতিহাস নেই।

৯০৫জন ৭২১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

কোনো পোস্ট নেই!

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ