
আমি আজীবন ফিরবনা
এমন প্রতিশ্রুতিতে আসিনি,
আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে।
কোন এক কার্তিকে আমার আগমন
বলাবলি কতজনে, এমন অসময়ে মেয়ে
সেতো অপয়া, অনটন, দূরদর্শা।
মা মুচকি হেসেছিল,
বাবা কপালে দিয়েছিল দীর্ঘ চুম্বন
আমার মেয়ে, আমার অহংকার।
শীতের আগমনী ঝরাপাতা
আমার গায়ে ফুল হয়ে পরেছিল টুপটাপ,
খেতের সোনালী ফসল ঝরিয়েছিল সোনা হাসি, গোয়ালের গরু দিয়েছিল খুশির হাম্বা, বাঁশ পাতাদের আনন্দে শনশন, শীত মারিয়ে- তারিয়ে সোনারোদ বলেছিল অভিনন্দন, শুভাগমন, শুভেচ্ছা মেয়ে তোমায়।
আবার এমনি এক দিনেই হয়ত ফিরব,
সেদিন শীতের ঝরাপাতা কান্না হয়ে ঝরবে
গোয়ালের গরু হাম্বা দিয়ে কাঁদবে
সোনালী ফসলের সোনা রঙ ম্লান হবে
বাঁশ পাতারা হাওয়ায় দুলে হাহাকার করবে
সূর্য অনশন ডাকবে না ওঠার
হুতোম প্যাঁচা লুকিয়ে পড়বে মগডালে
পুকুরে হাঁসের দল সাঁতার দেবেনা
কাক, কবুতর, চড়ুই বিরহে থাকবে ঠায়
মুরগীগুলো ডানাঝাপটে কাঁদবে।
লাঠি হাতে বৃদ্ধা মা দাঁড়িয়ে কাঁদবে আমার ফেরার পথে,
হাতে নিয়ে পুঁটি মাছের শিদল আর কুমড়ো ফুলের বড়া ।
বাবা একবুক নোনাজলে ভেজাবে আমার মাটি, সেখানে গজাবে নোনাজলের হরেক রকম ফুল রাশিরাশি।
পড়শীরা কানাকানি করবে
আহা! বড্ড ভালো ছিল
বলবে কেউ অগোছালো, উদাসীন, বদরাগী
বলবে কেউ- তবুও ভালো।
অবশেষে সাদা পাথরের এফিটাফে
খোদাই রবে আমিই সেই মেয়ে
অগোছালো, ব্যর্থ, যাচ্ছেতাই এক মানুষ
যার এছাড়া বিশেষ কোন ইতিহাস নেই।
২১টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
শুভ সকাল।🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সবাইকে এভাবেই শীতল মাটির বিছানায় ফিরে যেতে হবে প্রিয়জনের লোনাজলে ভিজে। পাতারা কান্না হয়ে ঝরবে, গরু হাম্বা দিয়ে কাঁদবে, প্রকৃতি ও গুমোট হয়ে বিদায় জানাবে। এটাই একমাত্র চিরন্তন সত্যি । যদিও লেখাটা পড়ে মনটা ভারী হলো তবুও বলবো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তাইতো মনটা খারাপ হয়ে গেল। অগোছালো, ব্যর্থ, যাচ্ছেতাই মেয়েটাই একদিন সবাইকে কাঁদিয়ে সবার ভালোবাসা নিয়ে বিদায় নিবে । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই। এটাই বাস্তবতা।
শুভ কামনা রইলো।
শুভ সকাল।😍😍
রেজওয়ানা কবির
এভাবেই এই অগোছালো, যাচ্ছেতাই আমি একদিন সব ছেড়ে চলে যাব, এটাই হয়ত বিধির বিধান, তাই এই বিধান খন্ডানোর ক্ষমতা আমার নেই। শীতল মাটির বিছানা অপেক্ষা করছে সবার জন্য। কবিতাটি পড়ে চোখে জল এসে গেল, এটাই তোমার লেখার স্বার্থকতা আপু। আর হ্যা তোমার এই কবিতার শব্দ প্রতিশ্রুতি নিয়েই আমার আজকের লেখা “প্রতিশ্রুতি “। এভাবে বেশি বেশি লিখবে আর আমাকে শোনাবে তাহলে আমিও শব্দ খু্ঁজে পাব আর লিখতে পারব। শুভকামনা ❤️❤️❤️।
রোকসানা খন্দকার রুকু
এইযে এত এত টিপস্ পাচ্ছ আমার থেকে তার তো কিছু করনা। ভাবছি আর লেখার পর শোনাবো না🤪🤪
বেশি বেশি শোনাবো। তুমি হলে শব্দহীন লেখক। আগে নাম তারপর লেখা। আমার থেকে কিছু পাও এটা আমারও ভালো লাগে।
শুভ কামনা রইলো।😍😍
খাদিজাতুল কুবরা
এ কবিতাটি মন্তব্যের উর্ধ্বে। ভীষণ সুন্দর মন্ত্রমুগ্ধের মতো পড়লাম। কিন্তু বন্ধু আপনার যে আমাদের ছেড়ে কোথাও যাওয়া হবেনা!
যানে কি বাত না করো তো আচ্ছা হো!
রোকসানা খন্দকার রুকু
আপনাকে কবিতায় হারাবো বলে এখনই যাচ্ছিনা বুঝলেন বন্ধু😜😜 । পড়াশুনা করতে হবে অনেক কি বলেন?
চারিদিকে মৃত্যুর খবর। মনটা ভারী হয়ে যায়।
শুভ কামনা রইলো। শুভ সকাল😍😍
খাদিজাতুল কুবরা
নিশ্চয়ই আমি এমন সুন্দর কবিতার কাছে নতজানু।
অনেক শুভেচ্ছা
খাদিজাতুল কুবরা
কবিতাটি প্রিয়তে নিলাম
রোকসানা খন্দকার রুকু
নেন নেন যা মন চায় নিয়ে নেন।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর উপস্থাপন। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।
শুভ সকাল।🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আমি আজীবন ফিরবনা
এমন প্রতিশ্রুতিতে আসিনি,
আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে।
.
আবার ফিরব প্রকৃতিতে, মা মাটিতে!
তার পূর্বে মেয়েটি একদিন সকলকে কাঁদিয়ে চলে যাবে। রয়ে যাবে তার অজস্র স্মৃতি।
.
যথার্থ উপস্থাপন, দিদি।
রোকসানা খন্দকার রুকু
সবাই সবাইকে কাঁদিয়ে চলে যায়।
শুভ কামনা রইলো দাদা।🌹🌹
আরজু মুক্তা
মৃত্যুককে জয় করতে হবে। পৃথিবীতে এমন কাজ করা উচিত, যেনো মৃত্যুকে বলতে পারি ” মৃত্যু তেমার মৃত্যু হয়েছে।”
ভালো থাকুন। শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
তারপরও সবাই টুপটাপ মরে যাচ্ছে বড্ড ভয় হয়।
ধন্যবাদ। শুভ কামনা রইলো।😍😍
তৌহিদ
অমোঘ সত্যিকে আমরা কেউই অস্বীকার করতে পারিনা। হয়তো ফিরে আসা হবে নতুন বিবর্তনে।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
সেটাই ভাই। শুভ কামনা আপনার জন্যও।
শুভ সকাল।🌹🌹
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই। ভালো থাকবেন।🌹🌹