ফটু ব্লগ (ফুলে ফুলে ঢলে ঢলে…)

আগুন রঙের শিমুল ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:১৭:৫০পূর্বাহ্ন বিবিধ ২২ মন্তব্য

জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-

ক্যানন 1100D

ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই।

ক্যানন 1100D

আরো কিছুদিন, আরো কিছুদিন–আর কতখানি ভুল,

চির বেদনার অবহেলার প্রিয় ঘাসফুল

ক্যানন 1100D

বৃত্তবন্দী মায়াবী জারুল

ফুজি ব্রিজ

অজানা

ফুজি ব্রিজ

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক

– মরিচ ফুল

ফুজি ব্রিজ

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,

– বেদনা রঙের ফুল , নাম অজানা

ফুজি ব্রিজ

আমাকে দেখো –
জীবন পোড়ানো ছাইয়ের স্তপ থেকে উঠে আসি
ঋজুরেখ দাড়াই দুর্নিবার, আশ্চর্য ফিনিক্স।
বেভুল দেবতা নই , ঈর্ষায় হিংসায় ধূলির মানুষ ।
এবং আমিই অজর অমর অবিনশ্বর

– নতুন প্রাণ

স্যামসাং মোবাইল ক্যামেরা 5Mp

– ১,২,৪,৫ কবিতাংশ রুদ্র

৫৭০জন ৫৬৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ