জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-
ক্যানন 1100D
ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই।
ক্যানন 1100D
আরো কিছুদিন, আরো কিছুদিন–আর কতখানি ভুল,
চির বেদনার অবহেলার প্রিয় ঘাসফুল
ক্যানন 1100D
বৃত্তবন্দী মায়াবী জারুল
ফুজি ব্রিজ
অজানা
ফুজি ব্রিজ
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক
– মরিচ ফুল
ফুজি ব্রিজ
আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
– বেদনা রঙের ফুল , নাম অজানা
ফুজি ব্রিজ
আমাকে দেখো –
জীবন পোড়ানো ছাইয়ের স্তপ থেকে উঠে আসি
ঋজুরেখ দাড়াই দুর্নিবার, আশ্চর্য ফিনিক্স।
বেভুল দেবতা নই , ঈর্ষায় হিংসায় ধূলির মানুষ ।
এবং আমিই অজর অমর অবিনশ্বর
– নতুন প্রাণ
স্যামসাং মোবাইল ক্যামেরা 5Mp
– ১,২,৪,৫ কবিতাংশ রুদ্র
২২টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
সুন্দরসব ফুল
সাইদ মিলটন
থ্যাঙ্কু 🙂
জিসান শা ইকরাম
আমাকে দেখো –
জীবন পোড়ানো ছাইয়ের স্তপ থেকে উঠে আসি
ঋজুরেখ দাড়াই দুর্নিবার, আশ্চর্য ফিনিক্স।
বেভুল দেবতা নই , ঈর্ষায় হিংসায় ধূলির মানুষ ।
এবং আমিই অজর অমর অবিনশ্বর (y) (y)
ঘাসফুল,অজানা ভালো লেগেছে বেশী।
সাইদ মিলটন
থ্যাংকস দাদা 🙂
ফাতেমা জোহরা
আমার কাছেও ঘাস ফুলটা চমৎকার লেগেছে। তাছাড়া সবগুলো ছবিই মারাত্মক সুন্দর…
সাইদ মিলটন
থ্যাংকস ফাতেমা জোহরা 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর ছবিগুলো -{@
সাইদ মিলটন
থ্যাঙ্কু মনির ভাই 🙂
ছাইরাছ হেলাল
ছবিদের চাই লেখার মত।
সাইদ মিলটন
চেষ্টা করব দাদা , আমিতো খুব বেশী ছবি তোলার সময় পাইনা 🙂
খেয়ালী মেয়ে
(y)
সাইদ মিলটন
থ্যাঙ্কু খেয়ালী মেয়ে 🙂
নীলাঞ্জনা নীলা
লেখায় এবং ছবিতে অনবদ্য ছবি ব্লগ (y) (y) -{@
সাইদ মিলটন
থ্যাঙ্কু থ্যাঙ্কু 🙂
প্রজন্ম ৭১
ফটু ব্লগ ভালো হয়েছে 🙂 -{@ (y)
সাইদ মিলটন
ধন্যবাদ দাদা 🙂 (3
নুসরাত মৌরিন
আজকে সকালেই দেখেছিলাম এই ছবিব্লগটা।একরাশ মন ভাল লাগা নিয়ে চলে গিয়েছিলাম,লগ ইন করা হয়নি তখন।
এত সুন্দর সুন্দর ফুল,সাথে টুকরো কবিতা-সবচেয়ে সুন্দর লেগেছে সেই অজানা ঘাসফুল আর খুব প্রিয় জারুল। 🙂
সাইদ মিলটন
থ্যাংকস নুসরাত 🙂
ব্লগার সজীব
অজানাটা কি ফুল ভাইয়া?এটি দেখিনি আগে।
সাইদ মিলটন
নাম জানিনা ,একটা বেড়ার গায়ে লতার মতো গাছ তাতে ফুটেছে । আশেপাশে যাদের বাসাবাড়ি তারাও নাম বলতে পারেনি , আমিও প্রথম দেখলাম
শুন্য শুন্যালয়
রুদ্রর লেখা কেনো? সাইদ ভাইয়া এতো কিপ্টুস হলো কবে থেকে?
এনিওয়ে ছবি সুন্দর হয়েছে। আমার মরিচ ফুলটা ভাল লেগেছে।
সাইদ মিলটন
এহ, আমি কিপ্টুস না ;(
রুদ্রর লেখা এত্তগুলা ভাল্লাগে তাই 😀
মরিচ ফুল 🙂