প্রেম- জাগরণ

আতা স্বপন ৯ জুন ২০২০, মঙ্গলবার, ১১:৫০:৫০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

১.
ইমুর ডেরায় দৈত্যকায় ডিম্ব
মুখোশের অন্তরালে প্রতিবিম্ব।

টি-টু পাতায় পাতায় গুঞ্জন
টুকরো টুকরো মেঘের গর্জন।

স্বজল আখিঁ প্রেমময় আহবান
জলতরঙ্গে আলাপন,
ললনার চিবুক চুম্বন।

কলির ক্রন্দন ঝড়া শোক
লিখছে কাব্যে আদিসুখ।

কবির রস উৎলায় সায়রে
বিজনে নীল আসমান সাজে
রঙ্গিন স্বপনে অকুল পাথারে।

২.
মোমিন বিলাপে পাপভারে
মিশ্র আভায় নিখুত আরাধনা
নব পল­বে ঝংকারে বিণা।

তৌফিক মাগে উম্মুক্ত দুয়ারে
ফিকে আখিঁ, ছলছল অশ্রকনা
করুন ধারায় পবিত্র সাধনা।

নিজাম উল মুলক তরবারি হাকে
জাগরণে যায় বিভারবী
মশাল প্রজ্জলিত ভুলকে দুলকে

আশ্রাফ আতরাফ রচিছে জলসা
শ্রাবন ধারায় অঝোর বরষা
ফসলে ফসলে জাগে আশা।

৯৭৮জন ৯০৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ