
“মৃত্যুর মতো এতো স্নিগ্ধ আর কিছু হতে পারে না।
যে মৃত্যু কে আপন করে নিবে তার জন্য ইহকাল ও পরকাল উভয়টা এই সুন্দর”।
আজকের দিনে সম্মানে মাথা নিচু করে স্যালুট দিবো স্যার কে।
আর মন প্রান খুলে বলবো শুভ জন্মদিন প্রিয় স্যার।
আর এটাও বলবো, আপনার মতো দ্বিতিয় কাউকে পৃথিবী কখনো পাবে না।
আবার বলছি #স্যালুট_স্যার
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
যে চলে যায় তার মতো কেউ ফিরে আসে না।
কিংবদন্তি অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন তিনি পরপারে।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
তাঁর কথা গুলো খুবই স্নিগ্ধ পরিস্কার। মুগ্ধ করে। আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন আমিন।
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে।
ওনাকে নিয়ে আরও একটু বিস্তারিত লিখলে ভালো হতো।
স্বপ্নীল মেঘ
উনাকে নিয়ে লিখলেও শেষ হবেনা। তাই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ বুবু।
জিসান শা ইকরাম
তিনি আমার অতি পছন্দের একজন অভিনেতা ছিলেন।
তার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
সুপর্ণা ফাল্গুনী
তার ব্যক্তিত্ব নিয়ে যত জেনেছি ততই মুগ্ধ হয়েছি , তার নেগেটিভ চরিত্রের কারনে তাকে ঘৃণা করতাম তার অভিনয় এতোটাই পরিপূর্ণ ছিলো। তার অভিনয়ের চেয়ে ব্যক্তি মানুষটাকেই বেশি ভালোবাসতাম। শুভ জন্মদিন প্রিয় অভিনেতা, ব্যক্তি ফরীদিকে
হালিমা আক্তার
অসাধারণ অভিনয় করতেন। একজন গুনী অভিনেতা। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
হালিম নজরুল
শ্রদ্ধাঞ্জলি