
প্রিয় নবীণা, 🌹🌹🌹
বাতাসে ফাল্গুনের ঘ্রাণ । সাঝ সাঝ রুপে প্রকৃতির আঁচল। শাখে সবুজ পাতা, শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডালে রুপের আগুন । কাঠাল শাখে দোয়েলের শীষ । কপোত কপোতিদের মনে টান টান উত্তেজনা ভালবাসা দিবসের আবেশে । ষোড়শিদের বাঁধ ভাঙা উচ্ছাস, বাসন্তি শাড়ি আর গাঁদা ফুলে তনু মনকে রাঙিয়ে তুলতে ।
এমন ক্ষণে এক আকাশ বিষণ্ণতা বুকে চেপে , নিঃসঙ্গতার ধুসর পান্ডুলিপি রচনা করে যাচ্ছি আমি প্রতি দিনের দিন লিপিতে ।
এমনি এক ঋতুরাজ বসন্তের প্রহরে তোমার সাথে প্রথম দেখা, প্রথম স্পর্শ, অনুভুতির সপ্তডিঙার উষ্ণ শিহরণ । আমার অস্তিত্বে তোমার প্রথম বাস যোগ্য অবস্থান । দু জোড়া চোখে বসন্তের বর্ণীলে স্বপ্নে বিভোর দুটি চঞ্চল প্রাণ । আলপনা আঁকা প্রজাতির ডানায় যেন ভর করে উড়ে বেড়াই পরম উচ্ছাসে আমরা দুজন । সেই বসন্তে প্রকৃতি কতটুকু সেজে ছিলো তা জানি না, তবে আমাদের স্বপ্ন গুলো সেজে ছিল হাজার বসন্তের অধিক রুপে । এই প্রথম কোন বসন্ত আমাকে ছুঁয়ে গেছে পরিপূর্ণ ভাবে অন্তিমে । গোলাপের পাপড়ির সাথে আমি ও ফুটে উঠেছিলাম সুবাসিত রুপে। ভ্রমরের গুঞ্জনের মতো আমিও গুঞ্জরিত ছিলাম তোমার পুঞ্জে পুঞ্জে । ভালবাসার জোয়ারে ভাসতেছিলাম দিগন্তের সীমানায় । উষ্ণ আবেশে আবৃত ছিল আমার চিত্তের সকল সুর । এ কোন টানে, প্রাণে জাগতো ভাল লাগার এক পরম অনুভুতি। অহর্নিশি ছুটে যেতে চাইতাম তোমার পানে । অন্তরে, অন্তস্থলে, চিন্তায়, চেতনায়, কামনায়, বাসনায়, সব অভিপ্রায় জুড়ে ছিলে তুমি ।
ভাগ্যে বিড়ম্ভনা, জীবন জুড়ে একটি বসন্ত ই পরিপূর্ণতা দিয়ে স্মৃতি হয়ে গেলো । এর পর বসন্ত এলো, গেলো, আমাকে আর স্পর্শ করেনি । তোমায় করেছে কি না, তা জানি না ।
প্রতিবার বসন্ত এলে তোমার কেমন কাটে, তার ও খবর পাই না । এক বসন্তের সহচর হয়েই তুমি থেকে গেলে আমার জীবনে । সবাই যখন বসন্ত উৎসবে ব্যস্ত, তখন আমি বিরহ বিলাসে কাতর । নিঃসঙ্গতার চার দেয়ালে নিজে আবিস্কার করি । জীবিকার তাগিতে ছুটে বেড়াই এই শহর থেকে ঐ শহরে , ফেরার টান অনুভব করি না । তবুও যেন ভাল আছি,এক বসন্তকে বুকে চেপে ।
তুমি কেমন আছো
বসন্তের আবরণে
জানতে ইচ্ছে করে ।
আজ আর নয় ।
ভাল থেকো, প্রতি বসন্ত তোমাকে ছুঁয়ে যাক, নতুন নতুন রুপে ।
নিবেদনে
তোমার ই সেকুল ইসলাম
রচনা কাল ঃ ১২/০২/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
মনির হোসেন মমি
ফাগুনের শুভেচ্ছা।
এমনি দিনে তার উষ্ণতায় মন কাদে।চিঠি সুন্দর হয়েছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
হালিমা আক্তার
হয়তো ভালো আছে, হয়তো বা নেই। বসন্ত আসে যায় নিরবে। ছোঁয়া হয় না হৃদয়। খুব সুন্দর চিঠি। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
ও
অনেক অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
আগে যেমনই থাকুক এই চিঠি পড়ার পরে নবীনার মনে ঝড় শুরু হয়ে যাবে।
আপনি এত সুন্দর চিঠি লিখতে পারেন জানা ছিলো না কামরুল ভাই! কবিতার ফাঁকে ফাঁকে এমন আরও কিছু চিঠি/ গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
কবিতার চেয়ে আমার গল্প লেখার হাত ভাল। কিন্তু সময়ের জন্য আমি গল্প লিখতে পারি না ।
সময়ের খুব সংকটে. আছি।
ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু পারি না