
ডাঙ্গারচর তুমি এতো সুন্দর
রূপটা দেখছি আজো।
কর্ণফুলীর পাড়ে তুমি
এখনো দাঁড়িয়ে আছো।
বৈশাখের কালবৈশাখী হাওয়া তুমি,
পাকা ফলের সুগন্ধময় জৈষ্ঠ্য।
আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টির ধারা তুমি,
সন্ধ্যায় ঝড়ো ভেজা কাকের রুষ্ট।
ভাদ্র আশ্বিনের কুয়াশা ভেজা শরৎ এর সাদা মেঘ তুমি,
কার্তিক অগ্রাহায়নের কৃষকের মুখে হাসি ফোটানো নবান্নের উৎসব মুখর হেমন্ত।
পৌষ মাঘের হাড় কাপানো শীত তুমি,
চারদিকে ফুটে থাকা ফুলে রঙিন ঋতুরাজ বসন্ত।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে। ভালো লেগেছে কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন
সৈকত দে
আপনিও ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে।
সৈকত দে
ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“ডাঙ্গারচর তুমি এতো সুন্দর
রূপটা দেখছি আজো।
কর্ণফুলীর পাড়ে তুমি
এখনো দাঁড়িয়ে আছো।“
গ্রামটা বড়ই চেনা মনে হচ্ছে।
কোন উপজেলায়
কবিতাটা ও ভালো।
শুভ কামনা।
সৈকত দে
চট্টগ্রাম জেলার নবসৃষ্ট কর্ণফুলী(পূর্বের পটিয়া) উপজেলায় “ডাঙ্গারচর” গ্রাম অবস্থিত।
চট্টগ্রাম বন্দরের বিপরীতে।
সুপায়ন বড়ুয়া
ও তাই ধন্যবাদ
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
চমৎকার চরণমালা ভাইয়া, পড়ে মুগ্ধ হলাম।
ছোটবেলা থেকেই শহরে বড় হওয়া তবে মাঝে মাঝে নিজ গ্রামে যাওয়া হয়,সত্যি গ্রাম অনেক সুন্দর।
আপনার গ্রাম নিয়ে কবিতা আর তার প্রতি ভালোবাসা আমার গ্রামের কথা মনে করিয়ে দিল।
ভালো থাকুন,সুস্থ থাকুন, শুভ কামনা রইল।
সৈকত দে
আমাদের গ্রামে বেড়াতে আসার নিমন্ত্রণ রইল। ভালো থাকুন সবসময়।
নৃ মাসুদ রানা
ভাদ্র আশ্বিনের কুয়াশা ভেজা শরৎ এর সাদা মেঘ তুমি,
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ।নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এটাই প্রত্যাশা।
এস.জেড বাবু
প্রকৃতির রংয়ে/ঢংয়ে নিজের গ্রাম-
নিস্কন্টক ভালোবাসা-
চমৎকার মনভোলানো কবিতা।
শুভকামনা-
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এটাই প্রত্যাশা।
হালিম নজরুল
বৈশাখের কালবৈশাখী হাওয়া তুমি,
পাকা ফলের সুগন্ধময় জৈষ্ঠ্য।
আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টির ধারা তুমি,
সন্ধ্যায় ঝড়ো ভেজা কাকের রুষ্ট।
সৈকত দে
নিজের গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এটাই প্রত্যাশা।
তৌহিদ
নিজের গ্রাম অবশ্যই নিজের কাছে সুন্দর। আপনার লেখায় তা আবারও ফুটে উঠলো।
সৈকত দে
নিজের গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এটাই প্রত্যাশা।
জিসান শা ইকরাম
কবিতা ভালো হয়েছে।
অন্য লেখকদের লেখা পড়ার জন্য অনুরোধ রইল।
শুভ কামনা।
সৈকত দে
অবশ্যই, কেন নয়।
ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এটাই প্রত্যাশা।