প্রিয় গ্রাম

সৈকত দে ২৮ মার্চ ২০২০, শনিবার, ১০:৪২:৩০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ডাঙ্গারচর তুমি এতো সুন্দর
রূপটা দেখছি আজো।
কর্ণফুলীর পাড়ে তুমি
এখনো দাঁড়িয়ে আছো।

বৈশাখের কালবৈশাখী হাওয়া তুমি,
পাকা ফলের সুগন্ধময় জৈষ্ঠ্য।
আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টির ধারা তুমি,
সন্ধ্যায় ঝড়ো ভেজা কাকের রুষ্ট।

ভাদ্র আশ্বিনের কুয়াশা ভেজা শরৎ এর সাদা মেঘ তুমি,
কার্তিক অগ্রাহায়নের কৃষকের মুখে হাসি ফোটানো নবান্নের উৎসব মুখর হেমন্ত।

পৌষ মাঘের হাড় কাপানো শীত তুমি,
চারদিকে ফুটে থাকা ফুলে রঙিন ঋতুরাজ বসন্ত।

৮৯০জন ৭৪৮জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ