প্রিয়তমা ০০০০

হৃদয়ের স্পন্দন ২৯ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৩:৩৮:৫৫অপরাহ্ন বিবিধ ৩৫ মন্তব্য

প্রিয়তমা
তোমার ওষ্ঠে রেখে যাবো স্মৃতিচিহ্ন
তোমার চোখে ছিটিয়ে দিবো প্রেম
তোমার বক্ষে ছাপ রেখে যাবো আমি
প্রতিটি ক্রিয়ায় ভাববে আমায়।

প্রিয়তমা
তোমায় শীৎকার শেখাবো আমি
দেখাবো নীলাভ বিন্দু।
দিন দুপুরে সর্ষে ভাসমান
খুজবে তুমি সিন্ধু।

প্রিয়তমা
আমার টিকিটিও পাবেনা তুমি বাস্তবে,
স্মৃতির পাতায় হাতড়ে খুজবেঁ আদিমতা।
যৌনতাই শুধু নয়!
খুজে বেড়াবে নির্মল ভালোবাসা

প্রিয়তমা
সেদিন ও তোমার কাছেই থাকবো
তোমার বক্ষে থেকে যাবে ছাপ
ডাকার মত একবার ডেকো
আবারো আদিম হবো। ভুলে যাবো পাপ।

৫৮১জন ৫৮১জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ