কি আর করা কথার সাথে এখন কোন রকম গানটা গেয়ে দিলাম, আপনাদের জন্য, উন্মাদীয় উপহার । সাথে আর একখান ফাও গান। শুইন্না কইয়েন কেমন হইছে? 😀

ডাউন লোড করুন এখান থেকে

এখানে ক্লিক করে শুনুন

………………………………………………………………………………………………….

প্রিয়তমা কেমন আছো-গো তুমি?
কতদিন হলো দেখিনি তোমায়
কতদিন চিঠি লেখনি আমায়
তোমারি বিরহে, নিরবে বিজনে
স্মৃতি দ্বীপজ্বালি আমি।।

তুমি কি এখনো আগের মতই
হাসো আর গান গাও?
মনের নদীতে এখনো কি বাও
মূয়ুর কন্ঠী নাও।।

তোমায় ভেবে কাটে-যে আমার
কত রাত রজনী,
তুমি যে আমার কতই আপন
তুমি তা বোঝ-নি।।

প্রিয়তমা প্রিতি নিও-চিঠি লেখ

ইতি তোমার আমি।।

২০০২জন ২০০২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ