প্রাণ পাখি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ মে ২০২১, সোমবার, ১১:৪৬:০৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. হায় প্রাণ পাখি, তুমি তো একদিন  চলে যাবে,
  2. চলে যাবে আমার এই চঞ্চল পিঞ্জিরা ছেড়ে।
    তখন আমি পড়ে রব হরিৎ দূর্বাঘাসের উপর,
    ক্লান্ত দুপুরে মাঠে ভিতর জীর্ণ শীর্ণ অবস্থায়।
    শত চেষ্টা করে কেউ প্রাণ পাখি প্রতিস্থাপন করতে পারবে না,
    আধুনিক সভ্যতার যুগে।
    হায় পাখি, তুমি একবার চলে গেলে,
    না আস তাতে আবার তাতে ফিরে।
    জনম জনম সাধনা করেও ব্যর্থ নিরাশ।
হে পাখি যতদিন তুমি এ পিঞ্জিরাতে বিরাজ করবে
ততদিন থাকবে এই পিঞ্জিরার বাহার,
গেলে চলে তুমি থাকবে না কিছু আর।
 সৃজনকারীর লীলা বোঝা বড় দায়,
কেন পাঠালেন, আবার কেন নিবেন?
রচনাকালঃ
৩০/০৪/২০২১

৮৪৯জন ৭৮৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ