প্রশ্ন :- কতোটুকু কাছে থাকলে, তাকে কাছের মানুষ বলা যায়?
একহাত, দুইহাত নাকি পাশাপাশি ছুঁয়ে থাকা?
আর কতোখানি দূরত্বে বহুদূরের মানুষ হয়ে যায়?
ভৌগলিক সীমারেখার বাইরে গেলে, চোখের নাকি মনের আড়াল হলে, কাকে বলে দূরের মানুষ?
ওই যে আকাশে অজস্র তারা, ছোঁয়া যায়না; তবু কেন এতো কাছের লাগে?
ওই যে আকাশ আজও তাকে জড়িয়ে নিতে পারিনি—
তবু, কেন কান্না পেলে ওই আকাশের দিকেই দৃষ্টি যায়?
পার্থক্য :- দূর আর কাছের মধ্যে কতোটা পার্থক্য এ উত্তর খুঁজছি আমি।
আমার পাশে তুমি আছো, অথচ বড়ো অচেনা লাগে। তুমি কি তবে দূরের মানুষ!
দ্বন্দ্ব :- একই ঘরের চালের নিচে পান্তাভাতে এতো স্বস্তি কেন, আর তোমার মার্বেলপাথরের টেবিলে এতো পথ্য কেন? হাজার হাজার, লক্ষ লক্ষ প্রশ্ন জাগছে মনে। বলতে পারো কতোটুকু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়? কতোটা সময় পরে সম্পর্কে মরচে ধরে? কতোকাল গেলে মনে হয় নাহ সত্যিই একসময় ভালোবাসা ছিলো! কোথায় দূর, কোথায় কাছে, ভালোবাসা, সম্পর্ক, বেঁচে থাকা নিয়ে প্রশ্নগুলো আলপিনের মতো খোঁচায়। তবু সবকিছুর মধ্যে খুব কাছের লাগে এই হাসিটাকে।
হ্যামিল্টন, কানাডা
১৪ ডিসেম্বর, ২০১৭ ইং।
১৪টি মন্তব্য
ইঞ্জা
আপু, মাথা ঘুরান্টি দিচ্ছে, এতো প্রশ্ন, পার্থক্য, দ্বন্দ্ব না থাকলে জীবণকে বুঝবেন কি করে, যান মাথায় পানি ঢালুন, আমিও যাচ্ছি মাথায় পানি ঢালতে, আরে কতো কথা কয়রে বইন কতো কথা কয়। ;(
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া পানি ঢেলেছেন? এইবারে মাথা ঘুরান্টি বন্ধ হইছে? যদি হইয়া থাকে, তাইলে উত্তরগুলান কইলাম দিতে হইবো।
বুজছেন? 😀
ইঞ্জা
আমি নাই, আমি এইমাত্র বেড়িয়ে গেছি। 😀
নীলাঞ্জনা নীলা
আচ্ছা আবার যখন সোনেলার ঘরে আসবেন, তখন উত্তর দিলেও চলবে। 😀
মোঃ মজিবর রহমান
এতো প্রশ্নের শেষ কোথায়???
এতো কাছে তবুও দূরে কোথায়?
দ্বিধাদ্বন্দে চলছে মানুষ ঐ জন্ম হতে জন্মান্তরে শেষ অবধি।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই খুব সুন্দর বলেছেন।
ভালো থাকুন নিরন্তর।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন আপু।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মজিবর ভাই।
জিসান শা ইকরাম
খুবই কঠিন একটি বিষয় নিয়ে লিখলি।
তোর সাথে আমার দেখা হয়েছে মাত্র কয়েকবার, বর্তমানে থাকো কতো দূরে।
আমরা কি আত্মীয় না? আমরা কি কাছের মানুষ না? কখনোই মনে হয়ই তুই দুরের কেউ, কখনোই মনে হয়নি তুই অনাত্মীয়।
আত্মার নৈকট্যই কাছের আর দুরের নিয়ামক।
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
তুমি আমার শত্রু যে! তাইতো বেশী টান। একজন খুব নামী মানুষের কথা, “নাত্নী যদি দুষ্টু হয়, তার নানাও কম নয়!” :p 😀
খুব ভালো থেকো নানা। -{@
আগুন রঙের শিমুল
নিশ্বাসের দুরত্বের মাঝেও থাকে এক আলোকবর্ষ দুরত্ব। কাছের মানুষ একটা অদ্ভুত টার্ম
নীলাঞ্জনা নীলা
বাহ! কথাটার ভেতর বিশাল দর্শন।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
মৌনতা রিতু
ভালবাসা থাকলে নাকি তার যত্ন করতে হয়, বলেছিলো একজন। যদি তা কাছে থাকে তাকে আদরে যত্নে বুকের ভিতরে আগলে রাখার মতো। যদি দূরে থাকে তবে হয়তো হাজার ব্যাস্ততাতেও বলে ওঠা,’কি করছো, খেয়েছো, কি লাগবে তোমার, মিস্ করছো?
যে ভালবাসা দূরে থাকে তা অস্পষ্ট, তাই তাতে আগ্রহ বেশি যেই সে একেবারে কাছে আসে তাতে নানা প্রশ্নের বাণ ছোটে।
উত্তর আমিও খুঁজছি নীলনদ।
নীলাঞ্জনা নীলা
“Out of sight, out of mind”—এই প্রবাদটির প্রতি আমার বিশ্বাস নেই। কারণ ওই যে “যত্ন” এই শব্দটি যদি কাছে থেকেও প্রয়োগ না করা হয়, প্রাণের মানুষ একদিন অনেক দূরের হয়ে যায়।
উত্তর খুঁজে পেলে জানিও কিন্তু শান্তসুন্দরী আপু।
ভালো রেখো। -{@