প্রশ্ন যে বার বার ঘুরে ফিরে আসে
মনে,
কেনো সৃষ্টি করলে আমায়?
কেনোই বা আবার মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে?
যার সৃষ্টি আছে তার ধ্বংস অর্নিবার্য,
কিন্তু কেনো?।
জম্মে আমি করিনি পাপ
যখন পাপ-পূর্ণ্য হিসাবের খাতা খোলার বয়স হয়,
তখনও আমি করিনি পাপ,
সাত খুনে বলবো আমিই নিষ্পাপ,
যা কিছু অন্যায় পাপ তোমার ইশারায় তো হয়
তুমিই বলেছ,
তোমার ইশারা ছাড়া পৃথিবীর কোন কিছু নড়িবার নয়।
প্রশ্ন যে বার বার ঘুরে ফিরে আসে
মনে,
“গাহি সাম্যের গান”আজ তা কোথায়?
কাউকে করলে পার্থিবের রাজা কাউকে করছ প্রজা
কেউ করে ক্ষিদের যন্ত্রনায় চিৎকার,পাপাচার
কেউবা সোনার চামচে মুখে নেয় জম্মেতেই ,
কেনো করলে এত বিবেদ মানুষ মানুষের জীবনে?।
সুন্দর এ পৃথিবীর সাংসারিক মায়ার বন্ধনে
আমরা মুসাফির,
পেটের পিঠের তরে হন্নে হয়ে গুড়িফিরি করি কত অনাচার
তুমি দয়াল,তুমিই জানো কি দোষ আমার চলছিতো তোমার ইশারায়,
হাতে রেখে লাটাই ছেড়েছ ঘুড়ি মুক্ত আকাশেঁ
গুড়ে ফিরে দিন রাতে তোমারি বন্দনা করি।
প্রশ্ন যে বার বার গুড়ে ফিরে আসে
মনে,
মুসলিম,হিন্দু,খ্রিষ্টান সব ধর্ম তোমারি সৃষ্টি
কেউ ডাকে আল্লাহ বলে কেউ বা ভগবান
কেউবা আবার যীষু খৃষ্ট সকলের রক্ত যে লাল,
সব কিছুতেই যখন এক,তবে কেনো স্বর্গ-নরক
রিমোট যখন তোমার কাছে,
কেমনে হই আমরাই অপরাধী?।
১৬টি মন্তব্য
স্বপ্ন
কঠিন প্রশ্ন, এর উত্তর কে দিবে? (y)
মা মাটি দেশ
এর উত্তর হয়তো নেই……।
ছাইরাছ হেলাল
কয়েকদিন আপনাকে মিস করেছি ।
বেশ মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন ।
আসলে এর উত্তর আমাদের অজানা ।
মা মাটি দেশ
কাজের ব্যাস্ততায় থাকি ভাইয়া। -{@ (y)
খসড়া
(y)
মা মাটি দেশ
-{@ (y)
জিসান শা ইকরাম
এসব প্রশ্ন মনে আসার অর্থ এই প্রশ্ন নিয়ে ভাবছেন আপনি
এই ভাবনাকে শ্রদ্ধা জানাই -{@
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y) ভাবতেতো হবেই একদিন।
আদিব আদ্নান
কঠিন ভাবনা ।
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y)
প্রহেলিকা
(y)
মা মাটি দেশ
-{@ (y) -{@
বনলতা সেন
এত কঠিন কঠিন প্রশ্ন করা ঠিক না ।
মা মাটি দেশ
আমিও জানি ধন্যবাদ।
হতভাগ্য কবি
সম্পূর্ণ উত্তরগুলো কবে জানাবেন অপেক্ষায় রইলাম, কবিতায় ভালোলাগা।
শুন্য শুন্যালয়
সৃষ্টিকর্তা মহান, তিনি মানুষের মাঝে ভেদাভেদ করেননি, এগুলো মানুষের বিভেদ…
প্রশ্নগুলো বড়ই কঠিন রে ভাইয়া, উত্তর জানা যে আদৌ সম্ভব নয়…