
চায়ের টোংঘরে বসে আড্ডা দিচ্ছিলো শ্যামল আর সুকান্ত। ইতিমধ্যে সৃজিত এসে বলে উঠলো – থো তোদের প্যাঁচাল। তোদের প্যাঁচাল শুনতে আর ভালো লাগে না। জীবনটা হাওয়াই মিঠাইয়ের মতো হয়ে গেলো। জিভে দিলেই নিমেষেই ফুরিয়ে যায়।
শ্যামল বললো – তোর আবার কি হলো? সাধু হয়ে গেলি কবে?
সৃজিত বললো – সাধু হওয়ার কি কোনকিছু বাকি আছে? সালার জীবনটা তেজপাতার মতো হয়ে গেলো। কোনকিছুতেই কিছু হলো না।
সৃজিত আর শ্যামলের কথাগুলো চুপ করে শুনছিলো সুকান্ত। ইতিমধ্যে শ্যামল বললো – কিরে সুকান্ত তোর আবার কি হলো? কোন কথা বলছিস না? শুধু সিগারেট টেনে যাচ্ছিস।
সুকান্ত – আমি আর কি বলবো? আমারতো বলার কিছু নেই। তোরা আগে শেষ কর তারপর না হয়…।
মামা, সৃজিতকে চা সিগারেট দেন তো। আগে মাথা ঠান্ডা করুক।
সুকান্তের কথা শেষ হতে না হতেই শ্যামল বললো – আসল কথা বলতো কি হয়েছে?
সৃজিত বললো – তেমন কিছু না। ওই! বউয়ের প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি শুনতে আর ভালো লাগে না। তুই বল সারাদিন অফিস করে এসে এসব ভালো লাগে?
মিষ্টি হেসে সুকান্ত বলতে লাগলো – ও, এই কথা। এর একটা সুন্দর সমাধান আছে।
সৃজিত বললো – কি কথা বলতো?
সুকান্ত বলতে শুরু করলো – বউয়ের সঙ্গে বেশি কথা বলার উপকারিতা –
(১) মাথা ঠান্ডা থাকে,
(২) মানসিক চাপ কমায়,
(৩) ঘুম ভালো হয়,
(৪) হার্ট এট্যাকের সম্ভাবনা ৯৫ শতাংশ কমে যায়,
(৫) মন ভালো থাকে,
(৬) কাজেকর্মে মনোযোগী হওয়া যায়,
(৭) চিন্তামুক্ত হওয়া যায় ইত্যাদি।
তবে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে – “বউটা যেন নিজের বউ না হয়”।
১৯টি মন্তব্য
অনন্য অর্ণব
হা হা হা 😀
নিজের বউ না হয়.. ভালোই বললেন😄😄
নৃ মাসুদ রানা
হুমম, যদি আপনার ভালো লাগে।
সুরাইয়া পারভিন
হা হা হা,,, দারুণ তো
নৃ মাসুদ রানা
তাই..
এস.জেড বাবু
হাহাহাহা….
এতো উপকারী কিছু নিজের ঘরে !
কেমনে কি ?
সোনেলায় কোন পোষ্ট পড়ে এতো হাসলাম।
নৃ মাসুদ রানা
ভাবুন, তবেই পেয়ে যাবেন।
মনির হোসেন মমি
হা হা হা শেষে এসে এভাবে চমক দিলেন! খুব ভাল অন্যের বউয়ের কাছে চাল পেয়াজেঁর হিসেব থাকে না।
নৃ মাসুদ রানা
তাই, হিসাবের কথা বলতে বর্ণনা করতে পারবো না।
মনির হোসেন মমি
হা হা হা না থাক ভাইয়া গোপন কথা গোপনই থাক। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হা হা হা হা ,
দারুণ মজা পেলাম ভাই।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
তাই, আমিও আনন্দিত হলাম।
রেহানা বীথি
😃😃😃😃
মজা পেলাম বেশ।
নৃ মাসুদ রানা
আমারও ভালো লাগলো।
হালিম নজরুল
বউয়ের সাথে বেশী কথা বলার উপকারিতা জানলাম।
নৃ মাসুদ রানা
তাই, আপনার উপকার করতে ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
শেষের লাইনটা এপিক 🙂
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর, আসলেই শেষের লাইনটার জন্যই গল্পটি লেখা।
সাবিনা ইয়াসমিন
অন্যদের পোষ্টেও যাবেন ভাই। বিশেষ করে স্টিকি পোস্টে যাওয়া সকল ব্লগারের দায়ীত্ব। কারন ঐ পোস্ট গুলো কতৃপক্ষের দেয়া বার্তা। সেখানে রেসপন্স না করা মানে হলো ব্লগ কতৃপক্ষকে অবমাননা করা।
ব্লগিং শুভ হোক।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ