দূর প্রবাসে আছি মা-গো, আমি বড় একা
স্বপ্ন ছাড়া যায় না মা-গো তোমায় একটু দেখা।
মা-গো সেই যে এলাম আর গেলাম না
অনেক দিনের কথা,
তোমার হাতে খাইনি মা-গো পাটিচাঁপটা পিঠা।
মা-গো বঁছর ঘুরে বছর এলো, দিনের পারে মাস,
ভাবি মাগো এইবছরে পাবো আমি তোমার আশীর্বাদ।
মা-গো এইবছরটাও গেলো আমার, আমি বড় একা
পৌষা সংক্রাতি এলে মা-গো মনে পরে তোমার মিষ্টি মধুর কথা।
মা,,
মা` মা বলে ডাকি যখন ,
মা তুই আমার ডাকে দিস্ সারা,
মা, আমি তোর অবোধন সন্তান
অদর্শনে আমি বাক্যিহারা।
আয় -রে মাতুই আমার ধারে আয়
বাড়িয়ে মনে শক্তি,
মা-রে আমি না হয় লক্ষ্মী ছাড়া
তাই বলে তুই করিস না মা
আমার সাথে ছল ।
মা’রে ভাবনা আমার ছিল যেতা
শেষ হয়েছে সবি,
তোর আলোতে কেটেছে মা
বদ্ধ মনের সকল আঁধার।
২২টি মন্তব্য
সুরাইয়া পারভীন
একজন ছেলের দূর পরবাসে থেকে মায়ের জন্য তীব্র আর্তনাদ, হাহাকার।আহারে জীবন, প্রবাস জীবন
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা , ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
মায়ের আবেদন চীরন্তন !
শুভ কামনা
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
সুপর্ণা ফাল্গুনী
প্রবাস জীবন এর একাকীত্ব আর মায়ের জন্য আকুতি মন ছুঁয়ে দিলো। ধন্যবাদ দাদা। শুভ বড়দিনের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি, আপনাকেও শুভ বড়দিনের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা।
ছাইরাছ হেলাল
প্রবাস জীবনের ব্যাথা- যন্ত্রণা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
প্রবাসের কষ্ট আমরা বুঝতে পারবোনা, কাছের মানুষদের সুখ যোগাতে কতো যে কষ্ট হাহাকার তাদের মনে জমা হয়ে আছে। কষ্ট কবি্তায় শুভেচ্ছা জানিয়ে গেলাম দাদা।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, প্রবাসির কষ্ট সবাই বুঝে-না।
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শুভেচ্ছ ও ভালোবাসা নিবেন শুভ কামনা🌹🌹
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময় শুভ কামনা।
তৌহিদ
প্রবাসীদের বুকভাঙ্গা কস্ট তারা ছাড়া আর কেউই অনুভব করেনা, করতে পারেনা। মায়ের জন্য প্রার্থনা করি, জগতের সকল মায়েরা ভালো থাকুন।
আপনিও ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনিও ভালো থাকুন শুভ কামনা রইল।
নুরহোসেন
জীবন বড়ই কষ্টের প্রবাসে তা বেড়ে যায় দ্বিগুন!
শুভ কামনা রইলো দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা,
অশেষ ধন্যবাদ জানাবেন, আপনার জন্যও রইলো শুভ কামনা।
নিতাই বাবু
আপনার বেশিরভাগ কবিতাই মাকে নিয়ে লেখা। লেখা পড়ে মায়ের কথাই মনে পড়ে যায়। তাই আপনার লেখাগুলো পড়তেও ভালো লাগে, দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা, আমার সব গুলো লেখার কারণ হচ্ছে মা ,আর আমি কখনো বাবা মায়ে আদর ভালোবাসা একি সঙ্গে পাইনি তাই,
আমান বাবাও ছিলেন প্রবাসি তাই, আমি যখন দেশে যাই তখন বাবা থাকেন প্রবাসে, আর বাবা যখন দেশে থাকেন আমি থাকি প্রবাসে, সে জন্যই আমার মাকে নিয়ে কবিতা লেখা।
ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
আমার
নিতাই বাবু
কাছে থেকেও না দেখার বেদনা বড়ই কষ্টের!
মাহবুবুল আলম
অপূর্ব মা বন্দনায় নির্মিত কবিতা হৃদয় ছূঁয়ে গেল।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা, আপনাদের ভালোবাসায় আমি ধন্য, ভালো থাকুন শুভ কামনা 🌹🌹