
একদিন ভেবেছিলাম,
সব ঠিক হয়ে যাবে।
চলতে পথে শুধরে নেবো যত ভুল আমার।
তুমিও আবার আগের মতো ভালোবাসবে আমায়
সব ভুলে।
কিন্তু এভাবে যে মোড় ঘুরিয়ে তুমি ,
চলার পথে হারিয়ে যাবে!
অন্য কারো হাত ধরে ,
আলো নেভা জোনাকির মতো।
কোনো একদিন।
আমি এখনো বিশ্বাস করিনা ।
তুমি চাইলে নিজে থেকে ফিরে আসতে পারো ।
তুমি চাইলে আবার আমার ছেড়ে যাওয়া হাত ধরতে পারো।
তুমি চাইলে আমায় আবার ভালোবাসতে পারো ।
আমি এখনো অপেক্ষায় আছি তোমার।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রিয়জন অন্যের হাত ধরে হারিয়ে গেলে বিশ্বাস করা কঠিন। তবুও কঠিন সত্য টাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। ভালো থাকুন শুভ কামনা রইলো
ইসিয়াক
আপনার প্রতি ও শুভকামনা রইলো দিদি ।
ভালো থাকুন সব সময়।
কামাল উদ্দিন
এমন অপেক্ষা প্রত্যাশিত নয়, নতুন করে ভাবাটাই বুদ্ধিমানের কাজ হবে……..শুভ কামনা জানিয়ে গেলাম।
ইসিয়াক
সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা রইলো ।
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
ইকবাল কবীর
যে মানুষ অন্যের হাত ধরে হারিয়ে যায় তাকে হারাতে দিন। কেননা অন্যের কাছ থেকে ফিরে আসা মানুষ নিয়ে সুখি হওয়া যায় না। একটা পিছুটান তার থেকেই যাবে। ভালো থাকুন সব সময়।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন সব সময় ।
জিসান শা ইকরাম
যে যেতে পারে সে চলেই যায়,
ফিরে আর আসেনা,
অপেক্ষা বিফলে যায়।
ইসিয়াক
হ্যাঁ ভাইয়া । ঠিক বলেছেন । তবু আশা বেঁচে থাকে।
সাবিনা ইয়াসমিন
অপেক্ষা আর প্রত্যাশা অনেক সময় দুই মেরুতে বাস করে। দেখাদেখির আওতায়ও আসে না।
শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
ইসিয়াক
আপনাকেও শুভকামনা আপু্ ধন্যবাদ।
ফয়জুল মহী
মনোরম লেখা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
তৌহিদ
সে ফিরে আসুক আপনার মনের মতন করে এটাই কাম্য।
ভালো লিখেছেন ভাই।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া।
সুরাইয়া পারভীন
অনেক সময় আমরা যা ভাবি হয় তার উল্টো।
হয়তো এতে কেউ ভালো থাকে না।থাকতে পারে না। তবুও অপেক্ষা থেকে যায় প্রিয়জনের জন্য
সুন্দর লিখেছেন
ইসিয়াক
ধন্যবাদ আপু।
ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
প্রিয় অন্যের হাত ধরে হারিয়ে গেলে বিশ্বাস করা কঠিন। তবুও কঠিন সত্য টাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো দাদা।
ভালো থাকুন । সুস্থ থাকুন।
সৈকত দে
ভাগ্য কেন এমন হয় বুঝি না। শুভ কামনা সবসময়।
ইসিয়াক
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।