সুপায়ন বড়ুয়া মে ২২, ২০২০ at ৯:১১ অপরাহ্ন “ভুলে গেছো তোমার সর্বকালের প্রেমিকার কথা রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।” সর্বকালের প্রেমিকা বেশি হলে ভুলে যাওয়ারি কথা আর সর্বকালের শ্রেষ্ট প্রেমিকা হলে না ভুলারি কথা। ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী মে ২২, ২০২০ at ১০:৩৯ অপরাহ্ন স্বাধীনতার আধুনিকায়নে আমাকে ভয় কিসের– দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।- খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন মে ২৩, ২০২০ at ১২:৪৬ পূর্বাহ্ন কবিতা মাথার উপ্রে দিয়ে গেলো, দারুণ, অসাধারণ ইত্যাদি কিছুই লিখতে পারলাম না কবি মশাই 🙁
নাজমুল হুদা মে ২৩, ২০২০ at ৮:১৯ পূর্বাহ্ন দারুণ অসাধারণ কিন্তু লিখা হয়ে গেছে এই লিখার মধ্যে দিয়ে। মাথার উপ্রে দিয়া মাঝে মাঝে যাওয়া উচিত নইলে কবিরা বিপাকে পড়ে। ধন্যবাদ আপু 💕।
নাজমুল হুদা মে ২৩, ২০২০ at ৮:২২ পূর্বাহ্ন কবির প্রত্যাবর্তন হোক অন্যের প্রত্যাবর্তনের চেয়ে। আমার মঙ্গল না হোক, বরং কবির মঙ্গল হোক। ধন্যবাদ ভাইয়া 💞
হালিম নজরুল মে ২৪, ২০২০ at ১:৩৪ পূর্বাহ্ন আজ অসমাপ্ত মাটির গল্প শুনো- ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত ঠোঁট নিষিদ্ধ চুমুতে হচ্ছে বৈধ চুমুর মালিক ————–বাহ
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
“ভুলে গেছো
তোমার সর্বকালের প্রেমিকার কথা
রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর
মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।”
সর্বকালের প্রেমিকা বেশি হলে ভুলে যাওয়ারি কথা
আর সর্বকালের শ্রেষ্ট প্রেমিকা হলে না ভুলারি কথা।
ভাল লাগলো। শুভ কামনা।
নাজমুল হুদা
অসাধারণ একটি মন্তব্য। ভালো থাকবেন দাদাভাই।
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
নাজমুল হুদা
ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
স্বাধীনতার আধুনিকায়নে আমাকে
ভয় কিসের– দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও
প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।- খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕। আপনিও ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
কবিতা মাথার উপ্রে দিয়ে গেলো,
দারুণ, অসাধারণ ইত্যাদি কিছুই লিখতে পারলাম না কবি মশাই 🙁
নাজমুল হুদা
দারুণ অসাধারণ কিন্তু লিখা হয়ে গেছে এই লিখার মধ্যে দিয়ে। মাথার উপ্রে দিয়া মাঝে মাঝে যাওয়া উচিত নইলে কবিরা বিপাকে পড়ে। ধন্যবাদ আপু 💕।
তৌহিদ
তার প্রত্যাবর্তন আপনার মঙ্গল বয়ে আনুক। শুভকামনা।
নাজমুল হুদা
কবির প্রত্যাবর্তন হোক অন্যের প্রত্যাবর্তনের চেয়ে। আমার মঙ্গল না হোক, বরং কবির মঙ্গল হোক। ধন্যবাদ ভাইয়া 💞
শামীম চৌধুরী
অসাধারন
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞। ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আজ অসমাপ্ত মাটির গল্প শুনো-
ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত ঠোঁট
নিষিদ্ধ চুমুতে হচ্ছে বৈধ চুমুর মালিক
————–বাহ