প্রতীক্ষিত প্রহর

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ০৪:৪৩:৫২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

হয়তো বা কোনো এক স্নিগ্ধ ভোরে

ঐ জামরুল গাছের মগ ডালে পাখি বসে গাইবে,

শিশিরে ভেজা ধানক্ষেতের পাশে ফিঙে

তার মনের অভিলাষে নেচে যাবে।

চারদিকে বাসন্তী ফুলের সৌরভ ছড়বে

তরুলতার নব সাজে সজ্জিত হবে চারিদিক।

ঐ পথের ধারে থাকা বুভুক্ষা মাছরাঙাটি

অধীর আগ্রহে খাদ্যের প্রতীক্ষায় থাকবে।

মাছরাঙাটির প্রতীক্ষার প্রহর শেষ হবে কি হবে না

তা জানে ঐ রিজিকদাতা।

শীতের আগমনে ঝরে পড়বে তরুলতার পাতা,

প্রতীক্ষিত পথিকের পদদলিত হয়ে মর্মর ধ্বণি উঠবে

তারপর প্রকৃতি আবার ফিরে পাবে নিজস্ব স্বকীয়তা।

হয় তো বা কোনো এক গ্রীষ্মের দুপুরে

মাঠ ঘাট খাঁ খাঁ  করবে

সেই দিন পথিক থাকবে বৃষ্টির প্রতীক্ষায়।

হয়তো বা কোনো এক শরৎ মেঘের ভেলা

পথিকের মন ছুয়ে যাবে,

তবুও  শেষ হবে না পথিকের সেই প্রতীক্ষার প্রহর।

রচনাকালঃ

১০/০৩/২০২১

৭৩৭জন ৬৫৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ