কেউ অনলাইনে নেই!
হয়তো বা কোনো এক স্নিগ্ধ ভোরে
ঐ জামরুল গাছের মগ ডালে পাখি বসে গাইবে,
শিশিরে ভেজা ধানক্ষেতের পাশে ফিঙে
তার মনের অভিলাষে নেচে যাবে।
চারদিকে বাসন্তী ফুলের সৌরভ ছড়বে
তরুলতার নব সাজে সজ্জিত হবে চারিদিক।
ঐ পথের ধারে থাকা বুভুক্ষা মাছরাঙাটি
অধীর আগ্রহে খাদ্যের প্রতীক্ষায় থাকবে।
মাছরাঙাটির প্রতীক্ষার প্রহর শেষ হবে কি হবে না
তা জানে ঐ রিজিকদাতা।
শীতের আগমনে ঝরে পড়বে তরুলতার পাতা,
প্রতীক্ষিত পথিকের পদদলিত হয়ে মর্মর ধ্বণি উঠবে
তারপর প্রকৃতি আবার ফিরে পাবে নিজস্ব স্বকীয়তা।
হয় তো বা কোনো এক গ্রীষ্মের দুপুরে
মাঠ ঘাট খাঁ খাঁ করবে
সেই দিন পথিক থাকবে বৃষ্টির প্রতীক্ষায়।
হয়তো বা কোনো এক শরৎ মেঘের ভেলা
পথিকের মন ছুয়ে যাবে,
তবুও শেষ হবে না পথিকের সেই প্রতীক্ষার প্রহর।
রচনাকালঃ
১০/০৩/২০২১
১০টি মন্তব্য
পপি তালুকদার
প্রতীক্ষার প্রহর শেষে আবার নতুন সাঁজবে ধরনী…
এভাবে চলবে পালা বদলের খেলা।
ভালো লাগলো কবিতাটি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
এক ঋতু আসে আরেক ঋতুর অপেক্ষায় থেকে। খুব ভালো লাগলো। প্রতীক্ষার প্রহর হয় নাকো শেষ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত। শুভ রাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় পাঠক
খাদিজাতুল কুবরা
প্রতীক্ষা জীবনের সাথে ঔৎপ্রোত। কেননা আমাদের চাহিদা অপরিসীম।
সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল সদা।
রোকসানা খন্দকার রুকু
প্রতিক্ষার প্রহর আছে বলেই পৃথিবী টিকে আছে। প্রতিক্ষা শেষ অর্থ মৃত্যু। সুন্দর কবিতা। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় পাঠক।
আরজু মুক্তা
প্রতীক্ষার প্রহর ধরে জীবন চলুক।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।