
প্রতীক্ষায় সেদিনের,
যেদিন রবে না আগুন লাগা দুপুরের আলস্য
অথবা, ভাতঘুমে বেলা ফুরোবার পালা
আসবে না আর থিকথিকে হাটু কাঁদার ভয়ে প্রকৃতি উপেক্ষা করার দিন,
বৃষ্টির জলে ভেসে/ সাঁতরে পাড় হতে হবে না চৌরাস্তার মোড়!
রোদ-বৃষ্টির যৌথ আয়োজনে নির্বিঘ্নে সমাপ্ত হবে ব্যাঙ/ শেয়ালের বিয়ের আসর।
শারদীয় উৎসব শেষ হবে, এবারকার সব-বারের মতন,
বিদায়ী কাশফুল মুখ গুজবে নিজেরই আস্তরণে,
তখন দিন গুনবো ঋতু বদলের।
পালা বদল হলে,
পোড়া রোদ্দুরে জ্বলেপুড়ে খাক হবে ধান কাটা মাঠ,
ঘন কুয়াশায় ধুসর হবে মায়াময় নীলাকাশ,
সীমাহীন দিগন্তে, এপাড় থেকে ওপাড়ে পৌঁছাবে মাতাল হাওয়া;
তারপর একদিন পাখিরা গেয়ে উঠবে চিরচেনা সুরে,
বারতায় ছড়াবে কুহুতান,
কাননের কুসুমেরা বলবে কথা, স্নিগ্ধ হাসির পরশ মেখে;
তখন কী খুঁজে নেবে আমায়! আজন্ম সখীরে..
* অ-কবিতা
ছবি – আমার 🙂
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সোনামুখ গোল গোল করে স্তুতি ছোটালে/ফোটালে
কবর খুড়ে হা হা হুহু উহু উহু নামি আমি কান্দনে
কার কি আসে যায়! ছল করে যে ঘুমিয়েছে কালের অকালে!!।
চুন মুখে ব্যাথাতুর অশ্রুর নূপুর ফেঁদে কে আর কাকে দোলায়,
দুর্গম নির্জনে।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভ কামনা
মোঃ মজিবর রহমান
সেদিনের প্রতিক্ষা—
যাক ঘুচে সকল কাদুনী
ফুটুক ফুল কাশবনে
সকল প্রাণ নিক ঘ্রাণ
বাগিচায় ফুলে ঘ্রাণে
রাঙ্গাক তোমারি বদনে।
ঘন কুয়াশা যাক কেটে
মাঠের কাঁদা যাক শুকিয়ে
চরণযুগলে থাক ফুর ফুরে।
তোমারি ঘ্রাণে মাঠ উৎফুল্ল।
সুপায়ন বড়ুয়া
“তারপর একদিন পাখিরা গেয়ে উঠবে চিরচেনা সুরে,
বারতায় ছড়াবে কুহুতান,
কাননের কুসুমেরা বলবে কথা, স্নিগ্ধ হাসির পরশ মেখে;
তখন কী খুঁজে নেবে আমায়! আজন্ম সখীরে..”
আমরাই খুঁজে নেব সখা
অ-কবিতায় আজন্ম সখীরে
প্রতীক্ষার সেদিনে
পাখির কলতানে।
ততদিন থেকো ভাল সখী এই কামনায়।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই খুঁজে নেবো অ-কবিতা র চিরসাথীরে। ভুলবো না কখনো। পালা বদলের খেয়ালে হারিয়ে যেতে দেবো না মিষ্টি , সুন্দর আপুকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
শীত আসলে, বসন্ত আসতে দেরি করেনা। পাখি, ফুল, বনবনানী সব রেডি থাকবে। ডেকে ডেকে মাতাল হাওয়ায়া ভাসাবে।
অকবিতা ভালো লেগেছে
তৌহিদ
ঋতুর পালাবদলের মত যারা মন বদল করে তারা সঠিক মানুষ হতে পারেনা। আমি যখন যেমন সেভাবে যে গ্রহণ করবে সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
সব আয়োজন শেষ হয়ে যাবে এটাই নিয়ম। ঋতু বদল, সময় বদল সবই হবে। মন তো আর এত ঘনঘন বদলায় না। তাই চিরচেনা মানুষ চিরচেনাই থেকে যাবে। কমবে না এতটুকু কোনমতেই। বারবার খুঁজে নেবে চিরচেনা সখীরে!
শুভ কামনা রইলো আপুনি॥ শুভ সকাল।