প্রতিজ্ঞ নবীন

শুভ মালাকার ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার, ০৭:২৬:৫৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সেই যে ছিল নবীন বরণ,
পুলকিত স্বচ্ছলতার প্রগার।
এ যোগ মোদের করেছিল বরণ,
দলভুক্ত হয়ে জাগাতে কর্ণদ্বার।

 

কালে ছিল-

দক্ষিণ পার্শস্ত একটি সবুজ রং,
বদ্ধ ঘরে কে যেন কানে দিল মন্ত্রনা।
অকুতভয়ে স্পৃহ হল মন হেরে সেই রং,
হেরিয়া অঠুট রং হল অতি পেরেশোনা।
অপেক্ষ রয়েছে স্পর্শিত হবে কবে?

 

প্রতিজ্ঞ মোরা-

মোরা মার্তন্ড প্রায় উজ্জ্বল, মোরা অগ্নীবীণার তার,
সংহারক হব শত্রুর নাভিশ্বাস হলেও তবু।
হিম্মত্বে পাড়িদেব গিরি সংকট, ত্রানাশায় জাগাব কর্ণদ্বার,
দূর্গম, গিরি, দস্তুর, লঙ্ঘিব শংকিত হবনা কবু।

 

(৫ নভেম্বর ২০০৯, রাজনগর ডিগ্রী কলেজ)

৬৩০জন ৬৩২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ