
তোমার বিশুদ্ধ আগুনে
আমি ঝাঁপ দিতে গিয়ে দেখি,
তুমি অন্যের হাত ধরে,
তার আবেগ, স্ফীতি এবং অনুভূতির প্রতি নিজেকে রক্ষিত করে
চলে গেছো বহুদূর।
বজ্রগর্ভ–অন্তরের গভীর থেকে উঠে আসা চিৎকার,
সগৌরবে বলে ,এসো, জেগে উঠি সুপ্রাচীন কোলাহলে ।
মিনতি ,আর্তনাদ,আকুলতা।
তুমি সাড়া দাও না।
আমি কান্না লুকাই এখন অনাবৃত সরোবরে ।
দেখ দেখি দুঃখগুলো,
কষ্টের স্রোতে কীভাবে যাচ্ছে ভেসে
অকাল বন্যায়।
কতটুকু ভালোবাসা দিলে,
আমার একলা রাতের
নিঃসঙ্গতাগুলো তোমার শীতল অনুষঙ্গে উষ্ণতা ছড়াবে?
কতটুকু ভালোবাসা দিলে,
প্রেমের শান্তি মঙ্গল উঠে দাড়াবে বুকসমান উঁচু জলে।
থমকে যাবে তোমার–আমার গল্প
ইচ্ছের প্রাচীর ঘিরে।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনুগ্রহ করে এই ব্লগের নীতিমালা পড়ুন, বিশেষ করে ১৭ নম্বরটি।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া ।
সুরাইয়া পারভীন
সুন্দর প্রকাশ। নতুন বছরের শুভেচ্ছা রইলো
ইসিয়াক
আপনাকে ও জানাই নতুন বছরের শুভেচ্ছা ।
নিতাই বাবু
ইংরেজি শুভভনববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা ।
সাবিনা ইয়াসমিন
কতটা ভালোবাসলে এসব প্রশ্ন মনে উদয় হয় তাই ভাবছি। ভালোবাসার চমৎকার বহিঃপ্রকাশ দেখলাম কবিতায়।
নতুন বছরের শুভেচ্ছা ইসিয়াক ভাই।
ভালো থাকুন 🌹🌹
ইসিয়াক
শুভকামনা ও নতুন বছরের শুভেচ্ছা রইলো আপু ।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা,
নববর্ষের শুভেচ্ছা 🌹 🌹
ইসিয়াক ভাই, ফেইসবুকে একটু নক করবেন আমাকে।
ইকরাম জিসান মোহাম্মদ শামসুল – আমার আইডির নাম।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া ।
সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
শুভ নববর্ষ
আমি নক করেছি ।
https://www.facebook.com/profile.php?id=100027504906657