
-আপু আমি সোনেলায় লিখবো, কি করতে হবে বুঝিয়ে দিন 🙂
শুরু হলো বোঝানোর পালা।এটা করতে হবে, ওটা করতে হবে, এভাবে দিতে হবে, এমন করলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি… তারপর?
মেসেজ এলো – আপু আমার মাথা ঘুরাচ্ছে 🙁
আরে! এই মেয়ে বলে কি! মাথা ঘোরানোর কথাতো আমার! চলন্ত গাড়িতে বসে আধাঘন্টা ধরে লিখছি, তাকে ব্লগ বুঝাতে বুঝাতে নিজে যা জানতাম সব মাথা থেকে বেরিয়ে গেছে। আর এখন মাথা ঘুরানোর কথা বলে ফাঁকি দেয়া হচ্ছে!
উহু, এসব চলবে না, যদি অজ্ঞান হয়ে যায় যাক, কিন্তু আমি তাকে দিয়ে লিখিয়েই ছাড়বো। ;(
তারপর কত কত লেখা ( প্রায় অর্ধশত)! দিনে-দিনে মেয়েটি প্রমাণ করেছে সে শুধু ভালো লেখকই নয়, একজন নিবিষ্ট পাঠক-ও। সোনেলার সাথে মিশে যেতে খুব বেশি সময় নেয়নি। ব্লগ/ব্লগারদের প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা সবই মনে রাখার মতোন।
এই মেয়েটির কথা ভাবতে গেলেই আমার চোখের সামনে একটা রঙিন প্রজাপতি উড়তে থাকে! কখনো লাল টুকটুকে কখনো নীল, আবার কখনো শীতেকালে খোলা মাঠে ছুটে চলা চঞ্চল হলদে প্রজাপতি। সে আবৃত্তি জানে, গান গায়, নাচে-ও! আরও যে কত কী জানে 😍
আজকে এই প্রজাপতিটার জন্মদিন। তাকে কী শুভেচ্ছা না দিয়ে থাকা যায়! আসুন আমরা সবাই মিলে তার জন্মদিনটাকে আরও সুন্দর আনন্দমুখর করে তুলি।
শুভ জন্মদিন ব্লগার রেজওয়ানা কবির। জন্মদিনের অজস্র ফুলেল শুভেচ্ছা আপনাকে। আপনার জন্মদিন, প্রতিদিন, অনাগত সবদিন সুন্দর হোক, শুভ হোক, শান্তিময় হোক। দোয়া ও শুভ কামনা অবিরাম 🌹🌹
১৫টি মন্তব্য
বন্যা লিপি
যদি কোনো দিন হঠাৎ একটু খানি বেশি আলোকিত হয়! সেদিনটা না হয় হোক রেজোয়ানাময়…..শুভ জন্মদিন আপনাকে রপজোয়ানা কবির।
শুভেচ্ছা অফুরন্ত।
সাবিনা আপনাকেও অসংখ্য ধন্যবাদ গুণী লেখকের বিশেষ দিনটা আমাদের সাথে ভাগ বাটোয়ারা করে দেবার জন্য।
রেজওয়ানা কবির
অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপু।
শুভকামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
দুদিন ধরে ঘুমাই না, কারন তাকে শাড়ি কিনে দিতে হবে টাকা নাই। ভেবেছিলাম জন্মদিনের শুভেচ্ছা লিখে সেরে নিবো। কিংবা নাচের নামে তার সাথে হাত-পা নেড়ে। আর হলো না😭😭
ফাসাইয়া দিলেন!!!এজন্য আপনাকে ধন্যবাদ দিবো না।
শুভ জন্মদিন, শুভ কামনা, অনেক ভালোবাসা রোজোয়ানা কবীর❤️❤️
শুধু শাড়ি চাইও না লক্ষ্মী বোন আমার!!!!
রেজওয়ানা কবির
অবশেষে তবুও শাড়ী কিনে দিতে হলো বলো!!!
আর যাইহোক শাড়ীতো ছাড়া যাবে না আপু❤️❤️❤️
আর বাকিটা ইতিহাস❤️
শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
শুভ কামনা রেখে গেলাম নিরন্তর
জীবনের প্রতিটি ক্ষণ হোক সুন্দর এমনই প্রত্যাশায়।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আর শুভকামনা।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভ জন্মদিন
বেঁচে থাকুন অনেক অনেক দিন——
রেজওয়ানা কবির
ধন্যবাদ আর শুভকামনা।।।
মোঃ মজিবর রহমান
শুভদিন জন্মদিন। ভালোবাসার উজ্জ্বলতায় মেতে থাক জীবনটা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
হালিমা আক্তার
🦋 জন্মদিনে প্রজাপতি ময় শুভেচ্ছা। আগামী দিনে গুলো সুন্দরময় হয়ে উঠুক। শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু।
শুভকামনা সবসময়।।।
রেজওয়ানা কবির
কি বলব কিভাবে বলব কতটুকু বলব জানি না তবে সত্যি স্পিসলেস হয়ে গেলাম। জীবনে প্রথম কেউ একজন একদিন আগে নিজে মনে করে প্রথম এতো সুন্দর এতো বিশেষন দিয়ে আমার জন্মদিনের উইশ করল,সত্যি আমি ভুলে গেছিলাম যে ১৪ তারিখ আমার জন্মদিন। হঠাৎ এফ বি খুলেই দেখি এতো বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে❤️আমি কি আসলেই যোগ্য এই সারপ্রাইজের???কি জানি! তবে এবার ২য় বারের মতো আপনার কাছ থেকে সারপ্রাইজ পেলাম। এবং এইভাবে সারপ্রাইজ পাইনি কারো কাছ থেকেই কখনো,হয়ত অন্য ভাবে পেয়েছি কিন্তু এভাবে নয়। তবে আমার জীবনে সারপ্রাইজ পাওয়ার সংখ্যা খুবই কম। তার মধ্যে আপনার পাওয়া এই দুটি সারপ্রাইজ আমার সারাজীবন মনে থাকবে যতদিন বেঁচে আছি। আমি জানি না কিছু মানুষের প্রতি না দেখেও এতো টান হয় আমার মতো অন্য কারো???আমার হয়, আজ তাই বলতে দ্বিধা নেই এই অদৃশ্য মানুষটাকে যার কাছে সোনেলার নিয়ম শিখেছি তাকে আমি ভীষনভাবে পছন্দ করি ❤️❤️❤️
অনেক ধন্যবাদ আর ভালোবাসা সাবিনা আপু,শুভকামনা সবসময়। মিষ্টি কিউট আপু আল্লাহ হাফেজ।
রেজওয়ানা কবির
আরেকটা কথা সাবিনা আপু প্রজাপতি নামটা আমার খুব খুব খুব বেশি ভালো লেগেছে।।।
সত্যি অসাধারণ।।।।
এইজন্য আরও ❤️❤️❤️❤️❤️
সাবিনা ইয়াসমিন
আপনার ৫০তম পোস্টের দিন গুনে যাচ্ছি, কবে যে আবার আপনার লেখা পাবো!
যেখানেই থাকুন ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹