লেখাটি আমরা সবাই দেখি, শুনি কিন্তু অনুধাবন করিনা। আইলাম আর খাইলাম ভবে কিছুই করলাম না।
মন থাকলে মানুষ কিন্তু আমাদের মন আছে কি?
যখন যা দেখি, শুনি, বলি সব কি সততা, মানবিক, অমানবিক, ভালমন্দ বাছ-বিচার, যাচাই-বাছাই, হয় কি?
উলঙ্গ হলে মানুষ যেমন লজ্জা পায় অন্যায় করলে যদি পেত তাহলে বিবেক জাগ্রত হত।
উলঙ্গ হলে যে লজ্জা হয়, খুন, বেহায়া,  বলাৎকার, দুর্নীতি, ঘুষ, চুরি, সকল অন্যায় সংঘটনকারী যদি এই লজ্জায় সমহারে সমব্যথি হত, তাহলে সকল অন্যায় থেকে নিষ্কৃতি  পাবার আশা করা যেত।
সকল অবচেতন মন , বিবেক, যদি সকল সময় সকল অন্যায়ের বিরোধিতা করত তবে সকল ক্ষেত্রে আমরা ন্যায় নিতি পাওয়ার আকাঙ্ক্ষা পূরন হবার দ্বারগোড়ায় জেতে পারতাম।
আমরা পতিতা, গণিকা পেশাদারদের ঘৃনা করি, গালি দিয়, কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরই গালি দেই। কারণ এসব আমাদের দ্বারাই ঘটিত হয়।
সমান পাপে আমরা দুষ্ট। তাদের যদি প্রয়োজন না থাকত তবে তাঁরা এই পথে আসত না। অপ্রয়োজনীয় কিছুই টেকে না।

৩৫০১জন ৩৪৯৯জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ