এই গগন নক্ষত্রের তলে
আছে অজস্র লোকালয়
এই পৃথিবীর অজানা দীর্ঘ পথ
দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে
দূর্গম দূর্ভেদ্য অন্ধকার
আমি অতিক্রম করতে চাই
দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
প্রকৃতির সম্ভারে প্রবেশ করে
কখনো উঠব পাহাড় পর্বতে
কখনো ও বা পাখির ডানায় ভর করে
দেখব অপার সৌন্দর্য
সত্যি সত্যি দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
দৃষ্টির অগোচরে রয়ে গেল আমার
কত দেশ বিদেশে কত কত রাজধানী
সেই তুলনায় আমি পৃথিবীর ক্ষুদ্র প্রাণী
দেখনি কখনো স্নিগ্ধ দুপুর দোয়েলের নাচানাচি
শুনিনি কখনো বসন্তের ভোরে কোকিলের গান
আমি পৃথিবীর পথে যেতে যেতে
সকল জরাজীর্ণ কাটিয়ে দিব
দেখব সকল অপার সৌন্দর্য
তাতে আমার শেষ হবে
এই ধরা অভিলাষ।
রচনাকালঃ
১৯/১২/২০২০
৫৮৩জন
৫০৭জন
৮টি মন্তব্য
বন্যা লিপি
ইচ্ছেগুলো পূরণ হোক।সহজ শব্দের পৃথিবী দেখার ইচ্ছে। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা রইল ভালো থাকুন সদা।
ফয়জুল মহী
অসাধারণ অনুভব লেখায় মুগ্ধতা একরাশ প্রিয়
ভালোবাসা একরাশ
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
ভালো থাকুন সদা প্রিয় পাঠক।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর ইচ্ছে, সুন্দর চাওয়া। পূরণ হোক এই কামনা🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
পৃথিবীর সৌন্দর্য প্রকৃতির মাঝে
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয়
শুভকামনা রইল