পূর্ব বা পুরান

হুসাইন আহমেদ ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৫:১৮:৩৪অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

জন্ম আমার পূর্ব (আগের) কালে  কালজয়ীদের সাথে

অসময়ের এ সময়টাকে হারাবো আজ  তাতে

ধরতে যদি না পাই কভু

কালজয়িরা আছে

ধরবে তোদের, ভয় পাই না

 সাহস তাদের আছে

আমরাও বা কম কি আছি শক্তি আছে ঢের

জন্ম কিন্তু পূর্বে (আগের)মোদের ,লড়বি? আয় ফের ।

মারব তোদের মরবে জন্ম

আসবে পূর্ব ফিরে

তোদের এবার লেজ গুটিয়ে পালাতে ঠিকই হবে

৬৮৪জন ৬০১জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন