
পর্ণোগ্রাফি দেখে যদি আপনি সকল মেয়েকেই পর্ণস্টার ভাবতে শুরু করে দিন তবে সেই দোষটা কেবলই আপনার, শুধু মাত্র আপনার। একবার পড়ুন হাজারবার পড়ুন। হ্যাঁ,দোষটা আপনারই।
কে কীরাম ড্রেসআপ করবে সেই স্বাধীনতা তার, শুধুমাত্র তার, আপনার নয়। আপনি যদি নিজের ওপর কন্ট্রোল রাখতে না পারেন তবে আপনার বেঁচে থাকার মধ্যে বিন্দু পরিমাণও স্বার্থকতা নেই। নিজ দায়িত্বে জবাই হয়ে যান।
একটা প্রবাদ আছে জানেন তো? ” দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল ভীষন ভালো ”
সুতরাং বুঝতেই পারছেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকাটা পৃথিবীর পক্ষে কতোটা মঙ্গলজনক!
আপনার মতো মানুষ না থাকলে পৃথিবীর সামান্যতমও ক্ষতি হবে না, কারও কিচ্ছু এসে যাবে না। বরং আপনার না থাকাতে প্রকৃতি স্বস্তির নিঃস্বাস ফেলবে।
সুতরাং আপনার বিকৃত মস্তিষ্কের জন্য এটা দায়ী, ওটা দায়ী এসব আজাইরা এক্সকিউজ না দেখিয়ে নিজেকে শোধরান, নিজের নষ্ট মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখুন। আর এটাই হবে আপনার স্বার্থকতা।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রিয় সহ ব্লগার আপনার পূর্ব পোষ্টের(জুলাইমাসে) একটা মন্তব্যেরও কোন জবাব দেননি-আমরা কষ্ট করে মন্তব্য দিব তার প্রতিত্তোরে ধন্যবাদটাওতো আশা করতে পারি? এই পোষ্টটি দিয়েও আপনি ব্লগের অন্য ব্লগারদের পোষ্টে মন্তব্যে না গিয়ে উদাও। আসলে এর কারন কী জানিনা তবে আমার নীতিতে এটা ঠিক নয়।পরস্পর মন্তব্যের আদান প্রদানে সোনেলা বিশ্বাসী আমি এটাই মনে করি।
ইরিনা আহমেদ
দুঃখিত!নতুন,তাই কোনো ধারণা নেই।
মনির হোসেন মমি
ওয়েলকাম আপু। এটা সোনেলা পরিবার এখানে আমরা আমরাই।আমিও যখন নতুন ছিলাম তখন এমন ভুলটি আমিও করেছি যখন বুঝতে পাারলাম আমার পোষ্টতো কেউ না কেউ পড়েছেন।।আপনি ভাল লিখেন।আপনার লেখা নিয়মিত পড়তে চাই।
আরজু মুক্তা
শোধরান, পরিমাণ বানান ঠিক করেন।
শুভকামনা
মোঃ মজিবর রহমান
মনির ভাইয়ের কথার জন্য আপনার লেখায় মন্তব্য দিবনা।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাই আমরা কী পড়লান না পড়লাম তাই যদি লেখক না দেখেন তবেতো মন্তব্য দেয়ার উৎসাহই হারিয়ে যায়।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
পুরুষ এবং নারী উভয়কেই মানুষ হতে হয়। অমানুষ হওয়ার জন্য কোন নির্দিষ্ট লিঙ্গ লাগে না।
ভালো লিখেছেন, নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
একটা প্রবাদ আছে জানেন তো? ” দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল ভীষন ভালো ”***
এটা ভালো বলেছেন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর বলেছেন ইরিনা আপু যদি বলি আমরা সমান সমানে দায় কেমন হবে
নারী রা পূণ্যসমগ্রী ভাবে কেনো এটাই হচ্ছে বড় দোষ— ভালমন্দ বলে একটা কথা আছে
তাহলে কেনো বুঝতেছেন না কোনটা ভাল আর কোনটা মন্দ————-
সুপর্ণা ফাল্গুনী
পুরুষকে মানুষ হতে হবে, নারীদের মানুষ ভাবতে হবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল আসলেই ভালো তাতে কারো কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না বা কম থাকে। শুভ কামনা রইলো অফুরান
শামীম চৌধুরী
সব কথার শেষ কথা
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।
নাই মামার চেয়ে কানা মামা যেমন।
বুদ্ধিজীবী লাঠিয়াল
পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে নারীকে যথার্থ মূল্য দিতে হবে, যা নারীর প্রাপ্য। ভালো পোস্ট।