
সকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামে নীল গগনে
খেলা ছেড়ে ফিরে শিশু নীড়ে
নিজ নিজ পিতার আহ্বানে,
সারাদিন হয়ে উদাসীন থাকি বসে খেলার মাঠে
কেউ ডাকেনা আয় ফিরে ঘরে আদর ভরা সুরে।
বাবা আজ তোমায় বড্ড পড়ে মনে
কতদিন ডাকনা নাম ধরে মোরে,
গিয়েছো চলে দূর গগনে নক্ষত্র হয়ে
ভাসিয়ে চোখের জলে একাকী করে,
বাবা তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
যখন যা চেয়ছি তাই দিয়েছো হাসিমুখে
কখনো দাওনি বুঝতে অভাবের তাড়না।
যখন দেখি কোনো বাবা খায় চুমু তাঁর ছেলেকে
তখন বেদনাতে কাঁদি নিরবে পিতৃহারা হয়ে।
কেউ দেয়না মাথায় হাত আদর বুলিয়ে
কত সুখ হইলো বিয়োগ পিতার মৃত্যুতে
কেহ নাহি বুঝে কি ব্যথা অন্তরে,
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
ফিরে এসে ধরো জড়িয়ে করো আদর মোরে।
১৭টি মন্তব্য
পপি তালুকদার
বাবাকে হারিয়েছে অনেক বছর হল।বাবার কথা মনে পড়লে মন পাগলের মতো করে,স্মৃতিতে বাবা আছে বাস্তবে নেই কিছুতেই যেন মানে পারিনা।জীবনের সবকিছু যেন শুণ্য বাবা ছাড়া।মাঝে মাঝে আকাশের তারার মাঝে বাবাকে খুঁজে বেরাই।বাবার মতো কেউই ভালোবাসে না।কষ্ট পেলে ভাবি বাবা থাকলে হয়তো এমন হতো না!!!! বাবার শুন্যতা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়!!.
সাখাওয়াত হোসেন
আপু, আপনার মন্তব্য পড়ে চোখে জল এসে গেল। যার বাবা নাই সেই বুঝে বাবার কষ্ট। বাবাকে হারিয়েছি আজ ১৪ বছর হলো। আপনার আবেগতাড়িত মন্তব্য বাবাকে ভিষণভাবে মনে করিয়ে দিল। ভাল থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
বাবা মানেই ত্যাগ, তীতিক্ষা আর অসীম ভালোবাসার নাম। আপনার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর মঙ্গল করুন আপনার ও আপনার পরিবারের।
সাখাওয়াত হোসেন
আপনার দোয়া মহান আল্লাহ কবুল করুক, সব বাবার আত্মা শান্তি পাক। আমিন। ভাল থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
সংসারে বাবা যেন এক মহীরুহ, কেবলই আগলে রাখে আদরে, যতনে, স্নেহে, শাসনে। বাবা মায়ের অভাব কখনো পুরণ হবার নয়। আপনার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নিবাসী করুন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তায়ালা তাদেরকে দীর্ঘায়ু দিন। ভালো থাকুক আমাদের মা বাবা। আমীন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, বাবা হলেন বটবৃক্ষের ছায়া। শত কষ্টের মাঝেও সন্তানদের আগলে রাখেন।
ধন্যবাদ আপু, ভাল থাকবেন।
ফয়জুল মহী
অতি চমৎকার লিখেছেন।
বেশ ভালো লাগলো প্রিয় কবি।
শুভেচ্ছা দিয়ে পেলাম।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
বাবা তুমি বড়ই মহান তুমিই নিরাশার আশা
বাবা তুমিই শত জ্বলাযন্ত্রনা মাঝেও দিয়েছ ভরসা
তুমিহীনা জাগ্রত দুটিচোখ অসহায় অন্তর ঠুকরে কেদেও
মেলেনি সাড়া হাজারো ব্যথা বেদনাই মেলেনি সাড়া কারাও।
তুমি আজপ চক্ষু আডাল তুমি আজ বেদনার মাঝেও ছায়া।
সাখাওয়াত হোসেন
দারুণ মনোমুগ্ধকর ছন্দময় মন্তব্য।
ভাল থাকবেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই সাব।
আরজু মুক্তা
“বাবা কতোদিন দেখিনা তোমায়!”
ভালো থাকুক সব বাবারা
সাখাওয়াত হোসেন
বাবা হারানোর বেদনা প্রতিনিয়ত কাঁদায়।
শুভেচ্ছা রইলো আপু।
ছাইরাছ হেলাল
বাবাদের হারানোর আক্ষেপ নিয়েই আমদের স্মৃতি কাতরতা বহুমান থাকে।
সাখাওয়াত হোসেন
দারুণ বলেছেন ভাইয়া। ভাল থাকবেন।
ইসিয়াক
খুব ভালো লাগলো বাবাকে নিয়ে লেখা আপনার কবিতাটি।
সব বাবারা ভালো থাকুক।
শুভকামনা।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা জানাই। ভাল থাকবেন ভাইয়া।