পাড়া গাও

শুভ মালাকার ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ০২:৩৮:৪৩অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

পাড়া গাও
===================================================================================================
আমার একটি ছোট্ট পাড়া,
স্বচ্ছ-সলিলার তীরে।
সকাল, সন্ধ্যা-গান শুনি আমি,
মাঝি-মাল্লার শুরে।

সুজলা-সুফলা, শস্য-স্যামলা,
স্বচ্ছ-সলিলার তীর।
মনে হয় আমার সেই পাড়াটা,
ছোট্ট একটি নীড়।

বাস করি মোরা সকলে মিলে,
মনের সখাঁরিতে।
বাঁচিব আমি মৃত্যুর পূর্ব,
পাড়া বাসীদের সাথে।

বিঃ দ্রঃ- এটি আমার জীবনের প্রথম কবিতা এবং এটি লিখেছিলাম (২৫ জুলাই,২০০৮) আমার গ্রাম এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই “মনু নদী” কে কেন্দ্র করে। আসলে যখন এটি লিখা শুরু করেছিলাম, তখন ওটাকে কবিতা ভেবে-ই লিখা শুরু করিনি। “স্বচ্ছ-সলিলা”  একটা শব্দ যা প্রথম বারের মত আমার একজন শিক্ষকের কাছ থেকে শোনা ( নবম-শ্রেণী-তে; ভাল লাগছিল আর কিছু সময় শব্দটি কে নিয়ে ভাবছিলাম) যা আমাকে অনুপ্রানিত করেছে এই কবিতাটি লিখতে।

৫৭৬জন ৫৭৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ