পাড়া গাও
===================================================================================================
আমার একটি ছোট্ট পাড়া,
স্বচ্ছ-সলিলার তীরে।
সকাল, সন্ধ্যা-গান শুনি আমি,
মাঝি-মাল্লার শুরে।
সুজলা-সুফলা, শস্য-স্যামলা,
স্বচ্ছ-সলিলার তীর।
মনে হয় আমার সেই পাড়াটা,
ছোট্ট একটি নীড়।
বাস করি মোরা সকলে মিলে,
মনের সখাঁরিতে।
বাঁচিব আমি মৃত্যুর পূর্ব,
পাড়া বাসীদের সাথে।
বিঃ দ্রঃ- এটি আমার জীবনের প্রথম কবিতা এবং এটি লিখেছিলাম (২৫ জুলাই,২০০৮) আমার গ্রাম এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই “মনু নদী” কে কেন্দ্র করে। আসলে যখন এটি লিখা শুরু করেছিলাম, তখন ওটাকে কবিতা ভেবে-ই লিখা শুরু করিনি। “স্বচ্ছ-সলিলা” একটা শব্দ যা প্রথম বারের মত আমার একজন শিক্ষকের কাছ থেকে শোনা ( নবম-শ্রেণী-তে; ভাল লাগছিল আর কিছু সময় শব্দটি কে নিয়ে ভাবছিলাম) যা আমাকে অনুপ্রানিত করেছে এই কবিতাটি লিখতে।
৯টি মন্তব্য
অনিকেত নন্দিনী
মনু নদীটি কোথায়? নদীর নামখানি খুব মনে ধরেছে।
আপনার পাড়াগাঁয়ের বিবরণ পড়েই তো ঘুরতে যেতে ইচ্ছে করছে।
পুনশ্চ: সখাঁরি কী?
শুভ মালাকার
“মনু নদী” ভারতের পার্বত্য ত্রিপুরা এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেখানে আন্তর্জাতিক সীমারেখা রচনা করেছে তারই পূর্বকোণের উঁচু ভূমিতে দুটি উপনদী উৎপত্তি হওয়ার পর উত্তর দিকে প্রবাহিত হয়ে ত্রিপুরার ফটিকরাই-এর দক্ষিণে মিলিত হয়েছে। এই মিলিত স্রোতধারা কৈলা (ভারত) শহরের অদূরে মৌলভীবাজারের কুলাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫ কিমি প্রবাহিত হওয়ার পর ধলাই নদীর সঙ্গে মিলিত হয়ে ধলাই নামেই প্রথমে পশ্চিমে এবং পরে উত্তরে প্রবাহিত হওয়ার পর মনুমুখ-এর কাছে মনু নদী হিসেবে কুশিয়ারা নদীতে পড়েছে। আর এই নদীর পাশ দিয়েই বিয়ে গেছে আমার গ্রাম।
অবশ্যই, আপনার ঘুরতে আসার আমন্ত্রন রইল আমার গ্রামে (কামারচাক)।
আমি এই কবিতা টি আমার জীবনের প্রথম কবিতা হিসেবে-ই লিখেছিলাম আর এখানে ভুল থাকাটা স্বাভাবিক। তবে “সখাঁরিতে” ( বানান টি ভুল ছিল; এটি হবে “সখাঁরিতে” > “সখারিতে”) শব্দটি দ্বারা আমি “আনন্দে” বুঝাতে চেয়েছিলাম। “হরষে” লিখলে একটু অসুন্দর মনে হয় বলে এটি লিখেছিলাম।
শুভ মালাকার
দুঃখিত, (আর এই নদীর পাশ দিয়েই বিয়ে গেছে আমার গ্রাম-ভুল)আর আমার গ্রামের পাশ দিয়েই বিয়ে গেছে এই নদী “মনু নদী”।
মেহেরী তাজ
হুম ভালো লেগেছে গ্রাম, নদী নিয়ে কবিতা! মনু নদী? সুন্দর নাম তো!
শুভ মালাকার
আনন্দিত হলাম আপনার বক্তব্যে।
ওটা আমার জীবনের প্রথম কবিতা আর প্রথম হিসেবে চার-পাশের প্রকৃতি নিয়ে ভাবাটাই স্বাভাবিক। এবং এর চেয়ে বেশি কিছু নিয়ে ভাবার মত প্রতীভাও আমার মধ্যে ছিলনা।
ধন্যবাদ আপনাকে -{@
মোঃ মজিবর রহমান
সুন্দর ভাল লাগা রইল। -{@
শুভ মালাকার
অনুপ্রাণিত হলাম……!
আপনাকে অনেক-অনেক ধন্যবাদ। -{@
নীলাঞ্জনা নীলা
মনু নদীর দেশের মানুষ আমিও কিন্তু।
ভালো লাগছে সেটা জেনে। মনু নদীর গল্প লিখুন।
শুভ মালাকার
অত্যন্ত আনন্দিত হলাম।
অবশ্যই আমি চেষ্টা করব, মনু নদীর গল্প লেখার জন্য।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন -{@