পাহাড় কিনার শখ

নিরব সাগর ৭ জুন ২০২০, রবিবার, ০৭:২২:৩৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি যা কিছু করি তার সবকিছু ভুল হয়ে যায়, তাই;ভুল করেও আমি কিছু করি না। অসংখ্য অবসর এখন আমার।‌

এ সময় গুলো কাটাই শুধুই ভাবনাতে। কল্পনার সিঁড়ি বেয়ে আকাশের  উঠি। তারপর মেঘের সাথে ভেসে বেড়ায়।

বাতাস আমায়  সর্বোচ্চ ঘুরে নিয়ে বেড়ায়। নিয়ে যায়  একদম পাহাড়ের চূড়ায়।পাহাড়ের উপর আমি দাঁড়ায়।

পাহাড়ের কাছে যাওয়া আমার এমনিতেই।  পাহাড় আমার প্রিয় বলে নয়, আমি একটা পাহাড় কিনবো বলি তাদের দেখতে যাওয়া।

এর আগে আমি অনেকবার জল,নদী, সাগর কিনেছিলাম; এমন কি বাতাসও কিনেছিলাম। তারা সবাই শুধু বয়ে চলে যায়।

ধাবমান, প্রবাহমান এখন একদম ভালো লাগেনা আমার। ছুটে চলা কেমন যেন অস্বস্তি লাগে। আমার চাই এখন স্থবিরতা।

তাই আমার সবকিছু বিকিয়ে দিয়ে একটা পাহাড় কিনবো; যেখানে দাঁড়িয়ে আমি প্রশান্তির নিঃশ্বাস ফেলবো।

যে কিনা স্তম্ভের মত অনড়   দাঁড়িয়ে থাকবে;আর আমি আমার স্থবিরতা খুঁজে পাবো।

৫৭৯জন ৪৮৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ