
হ্যালো, তুমি কোথায়?
আমিতো চাকরির পরীক্ষা দিতে এসেছি।
তোমার পরীক্ষা শেষ হবে কখন?
এইতো ১১ঃ৩০।
তাহলে তুমি পরীক্ষা দিয়েই আমার সাথে দেখা করবা।
কেন? কি হয়েছে? জরুরি কিছু।
হুমম, খুব জরুরি।
না মানে! আমারতো একটা টিউশনি ছিলো। তুমিতো জানো সবকিছু। তাইনা?
আজকে যেতে হবে না। তোমাকে দেখা করতে বলেছি দেখা করবা।
আচ্ছা। ঠিক আছে।
ওকে, তাহলে দেখা হচ্ছে।
এই শোন শোন, হ্যালো, হ্যালো। ধ্যাততেরি! ফোনটা কেটে গেলো। ভেবেছিলাম কিছু খাবার নিয়ে আসতে বলবো। সব মাটি হয়ে গেলো। ফোনেতো ব্যালেন্সও নেই।
আগামীকাল আমাকে দেখতে আসবে। পাত্র কানাডায় চাকরি করে। পছন্দ হলে ওখানেই নিয়ে যাবে। আমি এখন কি করবো বলো? তোমাকে ছাড়া…।
আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমি নিজেই তো চলতে পারছি না। তারপর ছোট ভাইটি অসুস্থ। তুমি আর কিছুদিন সময় দাও আমাকে। এরমধ্যে আমি চাকরি পেয়ে যাবো।
আসলে তোমার সাথে আমার প্রেম করাটাই ভুল হয়েছে। কি দেখে যে তোমার প্রেমে পড়েছিলাম?
কি, চুপ করে আছো কেন? কিছুতো একটা বলো (জড়িয়ে ধরে হুঁহুঁহুঁ করে কেঁদে উঠলো)। সত্যি বলছি – তোমাকে ছাড়া আমি অন্য কাউকে…(হুঁহুঁহুঁ)।
আচ্ছা চলো আমরা পালিয়ে যায়। তারপর যা হয় হবে।
কিন্তু আমিতো বেকার। তোমাকে খাওয়াবো কি?
লাগবে না আমার নামীদামি খাবার। তুমি যা খেয়ে থাকবা আমিও তাই খেয়ে থাকবো। না হলে না খাবো।
সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবা?
কি বললে?
২০টি মন্তব্য
এস.জেড বাবু
সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবা?
হাহাহাহা, চরম হাসি পেয়েছে এই লাইনটা পড়ে। ষ্ট্রাগল পয়েন্টে প্রেমগুলি এমনি হয়। যখন চাকরি, টাকা সব হয়, তখন নতুন করে আর প্রেম হয় না।
অনেক ভালো লেগেছে ভাই।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, ভালো লাগলো।
শাহরিন
ছেলেদের খাবার খাওয়ার টাকা না থাকলেও বিড়ি খাওয়ার টাকা থাকে। ভালো অভ্যাস অন্তত বিড়ি কেনার জন্য হলেও কাজ খুজতে হবে। মিষ্টি একটি গল্প। জীবন গল্পের মতো হলে খুবই ভালো হতো। ধন্যবাদ।
নৃ মাসুদ রানা
ও তাই, আবার নতুন গল্প লিখবো। অপেক্ষায় থাকুন..
সুরাইয়া পারভিন
হা হা হা
আজীব প্রেমিক যে ভাই।এমন একটা মুহ
নৃ মাসুদ রানা
হুমম, তেমনই..
সুরাইয়া পারভিন
হা হা হা
আজীব প্রেমিক যে ভাই।এমন একটা মুহূর্তে বলছে কিনা বিড়ি খেয়ে থাকতে।বেচারী প্রেমিকা এর পর কি করলো জানতে ইচ্ছে করছে। বিড়ি থেকে থাকতে রাজি হলো নাকি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করলো,,,?
রম্যরস ছিলো শেষটায়
নৃ মাসুদ রানা
পরের কোন গল্পে আবার লিখবো সে কাহিনি..
অনন্য অর্ণব
হ বিড়ি ই তো। 555 । ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করা। নিকেতন এ আমার অফিসের পাশে একটা দোকানে ডিউটি ফ্রি ইম্পোর্টেড সিগারেট পাওয়া যায়। হুমমম😜
নৃ মাসুদ রানা
বাহ! দারুণ লিখেছেন তো।
জিসান শা ইকরাম
আমি বিড়ি খেয়ে থাকতে পারবো 🙂
ভাল্লাগছে,
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ভাই, সত্যি! ভাবি কি জানে?
নিতাই বাবু
না, মানে বাড়ি তো আর বাঁশ খুটির তৈরি বাড়ি না। এটা হলো গিয়া লাঠির বাড়ি!
আপনার লেখা পড়ে খুব মজা পাইলাম!
নৃ মাসুদ রানা
হা হা! আপনার মন্তব্য আমিও বেশ হাসলাম..
অনন্য অর্ণব
বাহ এমন একটা প্রেমিকা তো আমার দরকার। জানেন না ভাই সারাদিনে এক হাজার বার বলে বিড়ি খাওয়া ছাড়ো👹
মনে হয় এই একটা কাজ ছাড়া ওর আর কোন কাজই নাই❤️
নৃ মাসুদ রানা
তাই নাকি, তাহলে এই গল্পটা পড়ে শুনাতে পারেন।
মোহাম্মদ দিদার
বেশ ভালো লাগলো।
তবে রহস্য আছে….
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, হুম, আছে। তবে কিছুটা।
মনির হোসেন মমি
সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবা?
কি বললে?
হা হা হা ….. কি আর করা।
নৃ মাসুদ রানা
হুমম, একদম কিছুই করার নেই।