
জাগতে জনমে যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন
ধরে শুধু বায়না?
না বুঝি দুনিয়া,না বুঝি প্রেম
আমার কি দুষ খালি পাপ জমাই!
——————————-**—————————–
মিলন,,
মনের দ্বারে মিলন খুঁজি
চোখের প্রানে দৃষ্টি,
জাগতে জাগতে অবাধ রইলো
অসভ্যতার বৃষ্টি.!
পথের পথিক হইলো যারা
আমার ভাগে রহিলনা তা,
আমার তোরে রইলো তা
পথের ভাগে বান্দিল পা!
দিন বুঝি না রাত বুঝিনা
বুঝিনা তোমার পাড়া,
হাসিতে ভুবন কাঁদছে যখন
পাপের শত দ্বারা..!
১৭/০৬/২০১৭/#সঞ্জয়_মালাকার/
ক্ষমা,মোহৎ কাজ ।
১০টি মন্তব্য
বন্যা লিপি
বুঝি বা না বুঝেই বাড়িয়ে চলছি নিয়ত পাপের বোঝা। বরাবরের মতোই মূল্যবান শব্দের বুনন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
হু সত্যি বলছে দিদি,
বুঝি বা না বুঝেই আমারা বাড়িয়ে চলছি পাপের বুঝা।
অনেক অনেক ধন্যবাদ দিদি, শুভেচ্ছা অবিরাম।
আরজু মুক্তা
পাপে অতিষ্ঠ জীবন। গ্লানি গুলো মুছে গিয়ে,জীবন ফল্গুধারায় বহমান হোক! দারুণ লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি অনেক অনেক ভালো লাগা রইলো।
সাবিনা ইয়াসমিন
না বুঝে না জেনে পাপের ধারা আমরাই বাড়াই। চোখ থাকতেও অন্ধ হয়ে পাপের চিহ্ন বয়ে বেড়াই আজন্মকাল। অসভ্যতার বৃষ্টি বা পথের বাঁধনের সাধ্য কি, এই ধারা আটকে রাখার? নিজেই খুইয়েছি দিশা।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
সত্যি বলছে দিদি, এই ধারা আটকে রাখার, আমরাই খুইয়েছি দিশা।
অনেক অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।
ভালো লাগা রইলো।
মনির হোসেন মমি
মনে এ খুজাঁখুজি থাকবে পাপও বাড়বে। চমৎকার লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
অনেক অনেকভালো বাসা রইলো।
নিতাই বাবু
চমৎকার লেখা। মনোমুগ্ধকর কবিতা। বাস্তব উপস্থাপন। শুভকামনা সারাক্ষণ।
সঞ্জয় মালাকার
অনেক অনেক ধন্যবাদ দাদা,
ভালো থাকবেন সব সময় নিরন্তর কামনা রইলো।