
কবি নই, নই লেখক কিংবা সাহিত্যিক
মনের খোরাক মিটাতে
কলমের ডগায় আসে কিছু কথা
লিখে যাই আবোল তাবোল কথকতা
এ নিয়ে পাঠকের না না রসিকতা ।
বিরহের কবিতা যদি হয় লেখা
পাছে লোকে বলে কত কথা ,
আহা জীবনে
খাইছে বহুত ছ্যাকা
প্রেম না করলে
আসে কি বিরহের কবিতা !
কেউ বলে আহ্ !
তোমার জীবনটা তো কষ্ঠে ভরা
এতো কষ্ট নিয়ে যায় কি চলা।
কেউ বা মিষ্টি সুরে
কাঁধে রেখে হাত , বলে —
বয়স তো শেষের দিকে
কি লাভ পিছনের কথা মনে রেখে
যাওনা পিছনের কথা ভুলে
কেন মনে রাখো ছাইপাশ আর ।
এসব কথা ভেবে লিখলাম
প্রেমের ফাটাফাটি কবিতা
“তোমার চোখে চোখ রেখে
বলবো কথা ওগো মনমিতা ”
চল না দুজনে যাই হারিয়ে
ওই দুর নীলিমার প্রান্তে
দিগন্ত রেখা যেথা
ছুঁয়েছে আকাশ পানে,
সেথায় তুমি আমি দুজনায়
গড়বো ছোট্ট নীড় প্রেমের আঙিনায়।
হায় হায় একি লিখিলাম !!!
হইছে ভীষণ রকম সর্বনাশ
এ বয়সে এ কেমন রসিকতা
উপদেশ বুলিতে ইনবক্স ঠাসা ।
এ বয়সে এসব মানায় কি !
বয়স হয়েছে বাদ দাও
এবার প্রেম কাহিনী ।
কেউ আবার দু কলম এগিয়ে
নসিহতের বানী রেখে যায় ইনবক্সে।
কবিতা আমার দৌড়ে পালায়
মান ইজ্জত এর ভাবনায়,
এতো দামী ইজ্জত খানা
ডুববে কোথায়, সেই ভাবনায়
দিন কেটে যায়।
১১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
কবিতা লিখলে এ বিপদের সম্মূখীন হতেই হয় আপু!
’করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ,
সংশয় সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে!’ এটা কবি কামিনী রায়ের অতি আন্তরিক উচ্চারণ।
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। কবিতা গল্প যা লিখেন। সবকিছু তেই তাঁরা মনে করেন লেখকের নিজস্ব মনের কথা। খারাপ লাগে যখন উপদেশ দিতে শুরু করে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
লেখক ও লেখকের লেখাকে এক করে গুলিয়ে ফেলা ই এখন রীতি!
আরও আরও, বেশী বেশী লিখতে থাকুন।
হালিমা আক্তার
সত্যি বলেছেন। বেশি বেশি করে লেখা প্রয়োজন। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
আমার সাথে খুব হয় এটা।
সব লেখা যে লেখকের জীবনের সাথে যায় না এটা যেনো মূর্খরা বোঝে না।।
লেখা চালিয়ে যান। শুভকামনা রইলো।
হালিমা আক্তার
এরা কখনো বুঝবেনা। তবে মাঝে মাঝে খারাপ লাগে উপদেশ বানী শুনে। এদের আর কোন কাজ থাকে না। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
আমাকে অবশ্য কেউ সাহস করে না উপদেশ দিতে।
আমি উত্তর দিতে ছাড় দেই না।
সাবিনা ইয়াসমিন
প্রায় সময়েই পাঠকরা লেখকের সাথে লেখার মিল খুঁজে নিতে পছন্দ করেন, আর বিভ্রান্তি ঘটে এখানেই।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আসলেই পাঠকেরা জীবনের মিল খুঁজতে যায়। হয়তো এটাই লেখকের সার্থকতা। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
কারো কথা শুনবেন না । যা মনে আসবে লিখে যাবেন। ভয়ে আড়ষ্ট হোয়ে থাকলে প্রতিভার বিকাশ হবে কেমন করে? ‘ পাছে লোকে কিছু বলে’ ঝেড়ে ফেলুন মন থেকে। অনেক ধন্যবাদ আর শুভ কামনা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। সাহস এবং অনুপ্রেরণা দেয়ার জন্য। ইন শাহ আল্লাহ এগিয়ে যাবো। শুভ রাত্রি।