
একটু নিজের মতো করে ভালোবাসবো বলে,
তোমায় ডেকেছিলাম এই বসন্তদিনে।
মধুরতম কোকিলের কুহু কুহু ডাক,
ঝরাপাতাদের গান,
রোদ বাতাসের খেলা।
এই বিমোহিত ক্ষনে,তুমি এলে।
তবে শঙ্কিত পায়ে।
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
তোমার মুখ আমার চোখ চাইতেই,
আমি শোকাহত হলাম এক নিমেষে!
একি!
তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নিরবে অন্যের হয়ে গেছে।জানতেও পারলেন না। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দিদিভাই।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনী।
এস.জেড বাবু
পরস্ত্রী হওয়ার পরও প্রিয়তমা সম্ভোধন
বড়ই মহানুভবতার পরিচয়-
চমৎকার
হালিম নজরুল
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
মাহমুদা মজুমদার
ভালোবাসারা সংগোপনে রয়েই যায় মনের কোথাও না কোথাও!!
ভালো লেগেছে কবিতা টা😍
সুপায়ন বড়ুয়া
“তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।“
বসন্ত দিনে আসেন তিনি
অন্যের সোহাগ নিয়ে
কেমন করে হারিয়ে যায়
ভালবাসা পেয়ে।
মজা পেলাম বন্ধু। শুভ কামনা।
কামাল উদ্দিন
পরস্ত্রীর সাথে পরকিয়ার কি দরকার?