
রাত জেগে রোজ মশক মেরেছি
পরহিতে দিনে মাছি,
এরই মাঝে এলে পতঙ্গ কভু
সজোরে ফেলেছি হাঁচি।
দেখে তা আড়ালে অনেকে জ্বলেছে
ব্যঙ্গ কথার ক্ষেতে,
একজন শুধু দূর থেকে চেয়ে
আশায় উঠেছে মেতে।
কতদিন হলো দেখিনি যে তারে
হাসে না বলে স্বদেশী!
খোঁজ নিতে শুনি আজ সে মারছে
মশা-মাছি বেশী বেশী।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কবিতা কথা ও ভাব সুন্দর কিন্তু ফর্মেটা ভাল লাগেনি কবি দা নিজস্বতা আনুন–ভাল থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
আমার কবিতায় সব সময় নিজস্বতা পাবেন কবি দা।
এই কবিতাটি ১২/৮ মাত্রাবৃত্তে লেখা
নিময় সার্বজনীন।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ফয়জুল মহী
অনন্য, অসাধারণ!! পাঠে বিমোহিত…..
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
করিতে নাহি ব্যঙ্গ হোক সে ছোট্ট,
পাগল না মারে লাথি না পেলে আঘাত
সময়ের কথা সময় দেবে ছেড়ে
রচিবে অনেক কাহিনী।
“খোঁজ নিতে শুনি আজ সে মারছে
মশা-মাছি বেশী বেশী।” খুব ভালো লাগলো বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
আপনার সুন্দর মন্তব্যে অতিশয় তৃপ্ত হলাম মজিরব ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
জীবনে কখনো কোন বিষয়ে কাউকে বিরূপ করতে হয় না।সময় একরকম যায় না। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
এটা ধর্মীয় কবিতা আপু।
আপনার ভালো কাজে অনুপ্রাণিত হয়ে সেই কাজটি কেউ করলে
তা হবে আপনার ’পরম প্রাপ্তি’ আর ভালো কাজের আলোচকের চেয়ে সমালোচক বেশী। এটুকুই কবিতাতে বলা।
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কানমা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।