পরকালের আপন কে? পর্ব -১

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৩:০৯:৫১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. হাশরের দিনে বিচার বসবে,
  2. সকলেই খোঁজবে একটি নেকের আপন জন।
  3. না পেয়ে কাউকে বলবে তখন –
  4. নাই কিরে আপন কেউ? নাই কিরে আপন কেউ?
  5. এই ধরাতে কি সকলেই সকলের পর?
  6. ঐ ধরাতে আপন ছিল,
  7. মা,বাবা,ভাইবোন আর স্ত্রী সন্তান।
  8. আজ আমি বিপদে পড়েছি, নেই কেউ রক্ষা করার।
  9. একটি নেকের জন্য যাবে জনম দুঃখনী মাতার দ্বার,
  10. যে তোমাকে করল ধারণ গর্ভে দশ মাস দশ দিন তার। হাশরের দিনে তুমি মাতাকে বলবে মাগো,
  11. তোমার সন্তান আজ বিপদে ওগো মা,
  12. রক্ষা করো একটি নেকি দিয়ে।
  13. সেদিন মাতা বলবে,
  14. আমার তো বিয়েই হয় নাই কোনো দিন,
  15. ঐ ধরাতে কেউ ছিল না আমার, ছিলাম একলা।
  16. চিনি না তোমায়, কে তুমি?
  17. এই ধরাতে মাতা বলবে,….
  18. ইয়া নাফসি…. ইয়া নাফসি…..।
৪৮২জন ৪২৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ