- পদ্ম দীঘির ধারে
- লাইন সারে সারে,
- বাহারি রকমের হাসে
- ফিরে দেখি পাছে,
- করে ওরা স্নান
- দূর হয় ম্লান।
- বসে দেখ শিশু
- পদ্মফুলের কিছু,
- জলের ঢেউয়ে নাচে
- পাতা ভেসে আছে।
- মাছরাঙা ধরে মাছে
- বসে আছে কদমগাছে,
- কচ্ছপ ভেসে উঠে তীরে
- শীতকালের রৌদ্রের দুপুরে।
- পাশ দিয়ে যায় নারী
- শালুকে তার আঁচল ভারী,
- পানকৌড়ি ধরে মাছ
- পদ্ম দীঘিতে পদ্ম থাকে বারো মাস।
- বিকেল হলে ছেলেমেয়েরা
- দেখতে আসে পদ্ম ফুল
- জমিরের এই দীঘিতে
- ডুবেছে সাত কুল।
- প্রিয়জনের শোকে জমির
- বসে থাকে তটে
- লোকজন দেখলে জমির
- দৌড়িয়ে নামে ঘাটে।
- রচনাকালঃ
- ১১/০৯/২০২০
৫৫৮জন
৪৭৯জন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অসাধারণ কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
ফয়জুল মহী
অসাধারণ প্রকাশ
মুগ্ধতা অপরিসীম
শুভকামনা রইলো আপনার জন্য।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
সাখাওয়াত হোসেন
জমিরের প্রিয়জন হারানোর শোক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কথামালা সাজিয়ে। অশেষ ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
সব সৌন্দর্য এর মাঝেই একটা হাহাকার, বিয়োগান্তক ঘটনা থাকে। ভালো লিখেছেন কবি। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
হ্যাঁ, সব সৌন্দর্যের মধ্যে বিয়োগান্ত অধ্যায় থাকে
ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
সঞ্জয় মালাকার
ভালো লিখেছেন কবি,পাঠে মুগ্ধ হলাম,
শুভ কামনা রইলো //
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
ভালো থাকুন সদা
সুস্থ থাকুন সদা
আরজু মুক্তা
কারও আনন্দ কারও শোক। জীবনের নিয়ম এটাই
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
শুভকামনা রইল