পড়বে ঝরে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৩:৪১:৪৯অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
ওহে ভাই সকল,

কালের পরিক্রমায়

জীবন পড়বে ঝরে
যদি তেমন কিছু করতে পারো
তোমার নাম লেখা রবে স্বর্ণাক্ষরে।
যেমন ঝরে পড়ে
শীতের হিমেল হাওয়ার স্পর্শে
বৃক্ষরাজির সকল পাতা
সরিষা ক্ষেতে মৌমাছির গুঞ্জন
আর মধুর জন্য কিছুক্ষণের গাঁতা ।
যেমন রাতের আঁধারে ফুল ফুটে পড়ে ঝরে
দেখে না ভোরের আলো
যারা কিছু করে নাই
সেই মানব জীবন গুলো তেমনি
অন্ধকারের মতো কালো।
রচনাকালঃ
২৫/১১/২০২০
৬২২জন ৫২৭জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ