
কচরিফুল সেদিন স্বপন রাতছিল ক্ষীণ
পাখিদের গান নেই, ভোরের আলো নেই-
সারা শরীরটা জুড়ে করোনার বার্তা এলো;
তারপর শুরু হলো যুদ্ধ দীর্ঘ ১৮দিন দুরচিন্তা
কোন ভাবনা নেই, কবিতারা যেনো মৃত প্রায়
যুদ্ধ করতে করতে এই বুঝি শহীদ হওয়া
শ্লোগান শুনা যায় তারপর হঠাৎ নিশ্বাস ফিরে
এলো- করোনা পজেটিভ থেকে নেগেটিভ।
এভাবেই অন্ধকার ঘর হবে রঙিন সাজ, সবই
আগের মত চলবে সবার হোক করোনা নেগেটিভ।
১৩ চৈত্র ১৪২৬, ২৭ মার্চ ২১
—————————–
৯টি মন্তব্য
হালিমা আক্তার
তাই যেন হয় , সবাই যেন করোনা নেগেটিভ হয় |
আলমগীর সরকার লিটন
জ্বি আপু তাই জানি হয়
অশেষ ধন্যবাদ জানাই
আরজু মুক্তা
আলহামদুলিল্লাহ। সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
জ্বি আপু একটু সুস্থ্য হয়েছি অশেষ ধন্যবাদ জানাই
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। করোনা নন নিপাত যাক
আলমগীর সরকার লিটন
জ্বি দিদি এত আছি ভাল
অশেষ ধন্যবাদ জানাই
তৌহিদ
আপনার সুস্থতা কামনা করি ভাই। ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ তৌহিদ দা
পপি তালুকদার
সবাই আতঙ্ক আছে।দূর হয়ে যাক সকল শংকা আর আতঙ্ক।