
নীরার প্রেম/ নীরার রোববার/ –৩
উৎসর্গ সোনেলা ব্লগের সবাই ছাড়াও আমার প্রিয় মানুষজন
নীরা যখন ষোল , কিছুই বুঝত না পরিবেশটা ই তাঁর কাছে কোনদিন অনুকূল ছিল না / ছেলে মেয়ে র ফারাক বুঝতো না ছেলে মেয়ে আলাদা সেটা বুঝলেই প্রেম ভালোবাসা সম্পর্কে কোন সলিড ধারনা তাঁর ছিল না/ বাড়িতে অশান্তি র পরিবেশ থাকলেও তাঁর প্রকৃতি খুব ভালো লাগত/ আকাশ দেখতে দেখতে রাস্তায় হাঁটতে সমুদ্রের পাড়ে বসে থাকতে কোন নদীর পাড়ে দুই এক ঘন্টা কাটানো তাঁর কাছে সেরা সময় /
এক বড় গাছের মাথায় পাখি বসলেই তাঁর কাব্যিক মনে অনেক কাব্য ঝরে পড়ত / বৃষ্টি ভিজতে তাঁর খুব ই ভালো লাগত / ব্যথাগুলো তাঁর শরীরে রোমাঞ্চ দিত কোন শিউলি ফুলের বৃষ্টি হয়ে ঝরে পড়ত/ এতো কষ্টেও ভালো থাকার চেষ্টা!
একটা সময়ের পর মেয়েদের বিয়ের জন্য প্রস্তুত ভেবে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয় / ছেলেদের সংগে মিশতে দেওয়া হয় না/ জ্যাঠার সংগে ঘুরতে যেত সেই ঘোরাটা তাঁর বন্ধ হয়ে গেল / মেয়েজীবন যে শুধুমাত্র বাড়ির কাজের জন্য সংসারের জন্য সেটা বুঝিয়ে দেওয়া হয়
যেহেতু নীরা একা বাবা মা না থাকার মতোই বোন ও বেশী মিশতে চাইত না তাই নীরা একপ্রকারের একাকীত্বে ভুগতে শুরু করে।
মাকে খুব মিস করত।
কোনরকম বেঁচে থাকা । দিনের বেলা মারধর আর রান্নাবান্না আর এক দুই ঘন্টা পড়াশোনা স্কুল থাকলে স্কুল এই হল নীরার জীবন।
নীরার বয়েস ১৮!
অসহ্য মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে ডিপ্রেশনে চলে যেত । বাড়ি থেকে বিয়ের জন্য প্রচুর পরিমানে চাপ দিত । ডিপ্রেশনে নীরা নিজেকে আত্মহত্যা করার অনেক চেষ্টা করেছে/ কিন্তু পারেনি।
মরাটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ মনে হয় / চারিদিক টা আঁধার হলেই কেমন ছটফট করে উঠে পৃথিবীর আলো দেখার জন্য/
যাইহোক স্মৃতি জিনিসটা মানুষ কে বাঁচার ওষুধ জাগায় / মায়ের মুখ চুল কোল যেন আজো মনে পড়ে / মা মা করে জীবনের কুড়ি বছর কাটিয়ে ও মায়ের মুখ দেখতে পেল না/
বাবা নামমাত্র অসুস্থ থাকার কারণে খুব অত্যাচার করতেন আর বাড়ির পরিবেশে এতটা পাগলামি করতেন যে মানুষের বেঁচে থাকা দায় হয়ে ওঠে/ পরিবারের সবার অত্যাচারে নীরার বাঁচা বাড়িতে টিকে থাকা দায় একদিকে বাবার অত্যাচার আর একদিকে দাদাবাবু দিদি র অত্যাচার মানসিকভাবে পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে যেত নীরা /
ঠিক হল যাকে পাবে তাঁর হাত ধরে কোনরকম বিয়ে করে নেবে/ পালিয়ে বাঁচবে/
ভগবানের কি পরিহাস এক নরক জীবন থেকে বাঁচতে আর এক নরক জীবনে এসে পড়ল /
তবুও কি তাঁর জীবনে প্রেম ছিল না
প্রকৃতি র প্রেম কি শ্রেষ্ঠ প্রেম নয়?
গাছ কখনো বারন করবে না তাঁকে প্রেম করতে? আকাশ ও ছলনা করে না?
নিরব প্রেম বারবার কাঁদিয়ে দিয়ে যায় ?
কাকদ্বীপ
৬টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
পুর্বতন পোস্টের ২৪ ঘন্টা অতিক্রম হবার পর নতুন পোস্ট দিন।
নীতিমালায় এমনই বলা আছে।
মনির হোসেন মমি
দিদি নীতিমালাটা সবার শৃংখলা রক্ষার্থে তাই একটু স্বরণ রাখবেন।পোষ্টের মন্তব্যে পরে আসছি।নীরার প্রেম গত দুই পর্বই বেশ গুছানো লেখা।
শামীম চৌধুরী
নিয়ম মেনে চলি সবাই। লেখাটা ভাল ছিলো। শূুভকামনা
আলমগীর সরকার লিটন
নারী জীবন বড় রহস্যময় বাস্তবত কে মেনেনিতে হবে
হালিম নজরুল
লেখার স্টাইলটা ভাল লাগল।
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
ভালো থাকবেন।