
ব্যস্ত এ শহরের অলিতে গলিতে
অবিরাম ছুটে চলা…
আলতো হাতে পাথুরে দেয়াল ছুঁয়ে
নীথর ক্লান্ত পায়ে,
তপ্ত কালো পীচঢালা পথের বাঁকে বাঁকে
নীলাভ রক্তে যেখানে মিশে থাকে
মুখোশধারী কিছু হায়েনার নগ্ন আলিঙ্গন।
আমি মহাকালের স্রোতে হারিয়ে যেতে চাইনি,
হতে চাইনি নাটাই ছাড়া ঘুড়ি।
অবুঝ এক মায়ায় ঘেরা বন্ধনের সুতোখানি,
আঁকড়ে ধরে আছি খড়কুটো ভেবে।
আমি কখনো হতে চাইনি
মহাশুন্যতার এক নীথর কম্পন।
সেখানে বিরাজমান এক অসহ্য নীরবতা
প্রতিনিয়ত মনে করিয়ে দেয়-
একদিন আমারো সোনালি অতীত ছিল।
[ছবি- নেট থেকে]
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
না চাইলেও মহাকালের স্রোতে হারিয়ে যেতে হয়
সমস্ত মায়ার বাঁধন কেটে নাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে ঘুরতে হয় পথে প্রান্তরে, সহ্য করতে হয় অসহ্য নীরব যন্ত্রণা।
আসলে কোনো কিছুর বিনিময়ে আমরা ভুলে যেতে পারি না
ফেলে আসা সুন্দর সোনালী অতীত।
তৌহিদুল ইসলাম
শত কষ্টকর হলেও অতীতের অনেক কিছুই ভোলা যায়না। ধন্যবাদ আপু।
হালিমা আক্তার
জীবন অবিরাম ছুটে চলার পথ। বন্ধনহীন জীবন না দেখা যন্ত্রনার গোপন অভিসার। আর সোনালী অতীত হুল ফুটিয়ে যায় প্রতিনিয়ত। শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু। আপনার জন্যেও অনেক শুভকামনা।
আরজু মুক্তা
অতীত, স্বর্ণালী বলেই ভোলা যায় না। নীরবতা মনে মনেই অনেক কিছু বলে।কালের গর্ভে সবকিছু হারালেও ছাপ থেকে যায়।
ভালো থাকপন সবসময়
তৌহিদুল ইসলাম
বর্তমান নির্ভরই করে অতীতের উপরে। তবে যারা অতীতকে ভুলে গিয়ে দ্বিচারী আচরণ করে তারা ঠিক মানুষের মানবিক গুণাবলী ধারণ করেনা।
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
একদিন আমারো সোনালী অতীত ছিলো। আমরা না চাইতেই এমন সব অতীত তৈরি হয়ে যায় তাকে বহন করে চলি। কিচ্ছু করার নেই।
শুভ কামনা ভাই।
তৌহিদুল ইসলাম
যেভাবে চলছে চলুক, আমরা প্রত্যেকেই নিজেদের রিজিক নিয়ে পৃথিবীতে এসেছি। কার এত ক্ষমতা যে অন্যের ভাগ্যের উপর হাত বাড়ায় তাইনা?
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
সময়ের স্রোতে কিছু স্মৃতি ভেসে না গিয়ে জেগে থাকে, জাগিয়ে রাখে।
তৌহিদুল ইসলাম
এটাই বাস্তব ভাই। যারা ভুলে যায় তারা বোকার স্বর্গে বাস করছে। ধন্যবাদ অশেষ।
প্রদীপ চক্রবর্তী
সময়ের স্রোতে কতকিছু বিলীন হয়ে যায় আমরা তার কতটুকু খোঁজ রাখি?
কিন্তু স্মৃতি আমাদের আঁকড়ে ধরে বিষণভাবে।
আমরা চাইলেও তা ভুলতে পারিনা।
আমাদের চারপাশ জুড়ে মুখোশধারী শয়তানের আনাগোনা। যারা নীলাভ রক্তে মিশে থাকে।
তাদেরকে কখনো ভুলা যায় না।
তাদের চেনা হয়ে যায়।
কেবল নীরব আর্তনাদে অনুভব করে যাওয়া।
যথার্থ লেখনী, দাদা।
তৌহিদুল ইসলাম
আশেপাশে যারা অসহনীয় আচরণ করে তাদেরকে অতীত স্মরণ করিয়ে দিতে হয়। যারা পারে তারা বর্তমানকে শক্ত হাতে গড়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করে। ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার শেষ প্যারাটা মনে হয় সবার ই মনের অনুভূতি। এমন করে আমরা সবাই জানি আমাদের সবারই একটা সোনালী অতীত ছিলো । স্মৃতি কখনো হারিয়ে যায় না ঘুমিয়ে থাকে তাইতো ঘুম ভাঙলেই আমরা স্মৃতিকাতর হয়ে পড়ি। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। অফুরন্ত শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
আপনাকেও অনেক ধন্যবাদ। চমৎকার বিশ্লেষণে আপনার জুড়ি নেই দিদিভাই। আমাদের মানবিক গুণাবলি বিকশিত হোক।
শুভকামনা।
আলমগীর সরকার লিটন
বাহ সুন্দর এক ভাবনার স্বাদ পেলাম কবিতা পাঠে কবি দা
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই, ভালো থাকুন আপনিও।