
সময়ের প্রস্থানে
সৃতি হয়ে যায় স্তব্ধ
আত্মার প্রস্থানে
ফিরে আসার পথ রুদ্ধ।
এ ভ্রমণ এ পরিক্রমার সমাপ্তি
কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র
কিন্তু এ ধরা এখনো যে চায়
মানবের তরে হতে নিবেদিত।
গোরের একাকীত্ব একদিন
গ্রাস করবে এ নশ্বর দেহটায়
সে অজানা আবাসে যেতে সংকিত মন
কি আশংকায় যেন তড়পায়।
নির্মম সত্য এ প্রস্থান
প্রতিটি প্রাণে প্রতিটি আত্মায়
বড়ই নিষ্ঠুর এ নিয়তি
জন্মিলেই বিদায়।
৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নিষ্ঠুর সত্য জন্মিলে বিদায়ের অপেক্ষা করতেই হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“সময়ের প্রস্থানে
সৃতি হয়ে যায় স্তব্ধ
আত্মার প্রস্থানে
ফিরে আসার পথ রুদ্ধ।”
জন্মিলে মরিতে হবে এই অমোঘ সত্যটাকে
নতুন করে তুলে আনলেন। ভাল লাগলো। শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ