…
নির্মমতার ধূসরে চেয়েছ যারে দিবস রজনী, বহু প্রতিক্ষার পর তার জন্য লেখা হবে একখানা চিঠি।
ভালোবাসার নীলচে রঙ ঘোমটা পরেছে অভিমানে,
চোখে কাজল ললাটে সিঁদুর তুমি বিদ্রোহ ব্যারিকেডে।
সমুদ্রসম করুণা আর আলস্য পাহাড়ের ঝর্ণা,
এ যেন উদাসহীন বিদ্রোহের নির্মমতার অশ্রুকণা।
নীলচে খামের গায়ে শুদ্ধিতার প্রলেপ অপরাজিতা,
করুণা হলে লেখ চিঠি আমার প্রতি তুমি জয়িতা।
আমি তৃণমূল হতে গড়ে উঠেছি রাজপথের সেনানী,
সাজিয়ে দিয়েছ আমায় বীর বেশে তুমি দেবী।
বিচ্ছেদের সন্ধি খোঁজ রোজ তুমি ট্রাইমলাইনে,
আমার লেখা চিঠি উপড়ে দাও করুণার অভিমানে।
তুমি ব্যস্ততার বয়কটে রাখো আমায় ভুলের মোহে,
আমি প্রতিনিয়ত ডুবে থাকি তোমার শূন্যতার ঘোরে।
আমি সম্রাট জুলিয়াস সিজারের বিশ্বস্ত বিপ্লবী,
শতরূপি ষোড়শী তোমার কাছে আজ আমি বিদ্রোহী।
অভিঘাতের চিলেকোঠার অজানারা ভ্রমিত নয়,
পাহাড়সম সমুদ্র বক্ষে আমার করুণ স্মৃতি নিস্তব্ধ রয়।
নির্মমতার ধূসরে বৃষ্টিস্নাত শহরে তোমার ছবি আঁকি,
প্রেমযমুনার তীরে দুচোখ ভরে দেখি তোমার দু আঁখি।
বলেছিলে আগলে রাখিস পাশে থাকিস জন্মবর,
মন থেকে চাওনা তুমি আমায় তাই রাখো বহুদূর।
ভরসার হাতটি ধরেছো তুমি অন্য কারো প্রতি,
দিনশেষে তুমি আমায় দাও ইতি।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কি বলবো প্রদীপ !! একরাশ মুগ্ধতা এসে ভর করেছে ইতিহীন চিঠি পাঠে।
লেখাট আমার প্রিয় তালিকায় যুক্ত করলাম। হয়তো এই চিঠির মত করে নিজে একটি চিঠি লিখতে পারবো কোন একদিন।
খুব ভালো থেকো। শুভ কামনা অফুরন্ত দিলাম 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দিদি।
শুভকামনা অহর্নিশ………।
সঞ্জয় মালাকার
ভরসার হাতটি ধরেছো তুমি অন্য কারো প্রতি
দিনশেষে তুমি আমায় দাও ইতি।
পড়ে অনেক ভালো লাগলো দাদা 🌷🌷
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ দাদা।
তৌহিদ
অনেক সুন্দর আবেগী একটি চিঠি। এত এত আবেগ মুল্য যদি শেষ পর্যন্ত পাওয়া না যায়?
ট্রাইমলাইন – টাইমলাইন।
শুভেচ্ছা রইলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ আপনাকে।
আবেগ এমনই হয় দাদা।
আরজু মুক্তা
সবখানেই পরকীয়া প্রেম।।সবাই চলে যায়।।কিন্তু প্রকৃত প্রেম থেকে যায়
প্রদীপ চক্রবর্তী
একদম আপু।
প্রকৃত প্রেম ভাটা পড়ে,
কত অজানার বিড়ে।
..শুভকামনা আপু।
মনির হোসেন মমি
অভিঘাতের চিলেকোঠার অজানারা ভ্রমিত নয়,
পাহাড়সম সমুদ্র বক্ষে আমার করুণ স্মৃতি নিস্তব্ধ রয়।
নির্মমতার ধূসরে বৃষ্টিস্নাত শহরে তোমার ছবি আঁকি,
প্রেমযমুনার তীরে দুচোখ ভরে দেখি তোমার দু আঁখি।
এক কথায় চমৎকার।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অহর্নিশ।
শামীম চৌধুরী
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। সুন্দর লিখেছেন ভাই।
আরো পড়তে চাই।
ধন্যবাদ লেখাটি আমাদের জন্য প্রকাশ করায়।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
শুভকামনা অহর্নিশ দাদা।
জিসান শা ইকরাম
চিঠি তাহলে লেখা হয়নি? সেও বলেছিল, কিন্তু লেখেনি!
মন থেকে না চাইলে বহুদুরেই রাখা হয়,
জগত বড় নিষ্ঠুর।
ভাল লেগেছে
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ দাদা,,
অজস্র ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
চাওয়া আর পাওয়া, ইচ্ছা আর অইচ্ছা উপড়ে হোক না কাচ্ছাকাছি বসুক বসে আমি ভাল বাসি।
চিঠি আর লেখা হইনি করুনা হইনি বলেই।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ আপনাকে।
মাছুম হাবিবী
অসাধারণ একটি কবিতা ভাই। অনেক ভালো লেগেছে
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা ও শুভকামনা।