
তোমার দেয়া নির্বাসনে বেশ আছি!
সাথে আছে আমার একাকীত্ব, যার উপর ভর করে কাঁটিয়ে দিতে পারি বাকিজনম।
যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে পরের জন্মেও এই নির্বাসন চাই,
ভাগ্যিস তুমি দিয়েছিলে এই নির্বাসন।
খুব সন্তর্পণে গুটিগুটি পায়ে এখন আমি খুঁজে ফিরি ভোরের আলোর ঝলকানি।
খুঁজে ফিরি রক্তিম সূর্যের সীমানায় প্রখর রোদের তাপদাহে সিক্ত হওয়ার পথ।
শত শত বছর অপেক্ষায় থাকি কফি হাতে একাকী আড়ষ্ট সন্ধ্যার।
একাকীত্বের বৃষ্টি ভেজা পাতার কিনারে শেষ জলবিন্দুর মতো উন্মুখ মাটির পানে, ঝুলে থাকি নিত্য!
রোজ প্রত্যুষে বিছানা ছেড়ে সৃষ্টিকর্তার প্রার্থনা শেষে
বেড়িয়ে পড়ি প্রাতঃভ্রমনে।
তারপর বেড়িয়ে পড়ি রক্তিম গীর্জার বিকীর্ণ বাতাস ছুঁয়ে দেখতে!
কৃষ্ণচূড়া আর লজ্জাবতীদের সাথে সখ্যতাও করি লাজুকলতা হয়ে।
রংবাহারী ময়ূরের পেঁখম দেখে জাঁপটে ধরি অরণ্য পথে।
জীবনের প্রতিক্ষণে বিরহের প্রেমানন্দ খুঁজি চায়ের ধোঁয়ায় সুখের চুমুকের মত ।
তমস নির্জনে বিজলির আলোতে স্নান করি,
দীর্ঘ চুম্বনের স্বাদ খুঁজি মৃত্যুকে আলিঙ্গন করে।
অরন্যশূন্য দিগন্তে অপার্থিব আলোর খেলাও দেখি সঙ্গোপনে।
হৃদয়ের তন্ত্রীতে তবুও বেঁজে ওঠে নিরবে ভালোবাসার সুর।
তাই খানিক পূর্ণিমার আকাশের নিচে একা বসে প্রহর গুনি,
চাঁদটাকে হাতের মুঠোয় ভরে আনি কল্পনাচ্ছলে,
রুপালি চাঁদের টিপ ও পরাই এই হতভাগ্য ললাটে।
আমার এই নির্বাসনে কথারা আকারহীন,
রং,গন্ধ,সময়বিহীন ঝরে চলে অবিরাম চেতনাকোনে।
অন্তর্গত এক আমি আর বিফল চাহনি গলে পড়ে আয়নার চোখে,
বার বার প্রতিফলিত হয়ে খুঁজে ফিরি নিজেকে নির্বাসনের নিস্তব্ধতায়।
অতঃপর আমি নির্বাসনের মায়ায় আটকে থাকতে চাই নিজের মত করে ! বাকি জীবন।
আসুক না যতই শূন্যতার অশরীরি ছায়া।
ছবিঃ নেট থেকে।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
জীবন যখন অতিষ্ট তখন এ ছাড়া উপায় কি নির্বাসন ছাড়া।
চমৎকার হয়েছে।
রেজওয়ানা কবির
ঠিক বলেছেন ভাইয়া,জীবন অতিষ্ট হলে নির্বাসনই আসল জায়গা। ধন্যবাদ আর শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
দীর্ঘ চুম্বন ব্যাপারটা যদিও বুঝলাম না, তবুও তার জন্য নির্বাচনে থুক্কু নির্বাসনে যেতে চাই!!
বাদবাকি যা আছে সে সবতো দেখতেই পারা যাবে। শুভকামনা কবিতায়🌹🥰
রেজওয়ানা কবির
দীর্ঘ চুম্বন 🥰বলবো না লইজ্জা লাগে🥰।
চলো যাই নির্বাসনে দুজনে সব একসাথে দেখে আসি!!
শুভকামনা, ধন্যবাদ।।।
খাদিজাতুল কুবরা
বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও…..
গানটি গুনগুন করে বেজে উঠলো হৃদয়ের তন্ত্রী বেয়ে,
মনছোঁয়া বিষন্ন সুন্দর কবিতা লিখলে ছোটু। আমার মনে হয় লেখার দুঃখচোষা ব্লটিং আর নেই। তোমার কলমের জন্য অফুরন্ত শুভেচ্ছা রইল
রেজওয়ানা কবির
গানটি আমার পছন্দের। দুঃখচোষা ব্লটিং কথাটা মনে ধরল। অনেক ধন্যবাদ আপু, শুভকামনা অশেষ ।
খাদিজাতুল কুবরা
লেখার মত
নিতাই বাবু
এ এক বেদনার নাম, “নির্বাসন”। যাপিত জীবনে শত কষ্ট সয়ে যাওয়া যায়! কিন্তু নির্বাসিত জীবন মেনে নিতে খুবই কষ্ট হয়। নির্বাসন নিয়ে চমৎকার উপস্থাপন করেছেন।
শুভকামনা থাকলো।
রেজওয়ানা কবির
নির্বাসিত জীবন মেনে নেয়া কষ্টের কিন্তু ধোঁকা খাওয়ার চাইতে এই একাকী জীবনই ভালো, অন্তত কেউ প্রতারনা করার কেউ থাকে না, ধন্যবাদ ভাইয়া।
সৌবর্ণ বাঁধন
নির্বাসন মানুষের নিয়তি হলেও হয়ত কাঙ্খিত নয়। তাই মানুষেরা রংবাহারী ময়ুরের পেখমে, রক্তিম গীর্জার বাতাসে অদৃশ্য কিছু খুঁজে ফেরে। হয়ত তাদের আরাধ্য থাকে নিঃসংগতার দাওয়াই। চমৎকার লিখনীর জন্য শুভেচ্ছা।
রেজওয়ানা কবির
যাহা চাই তাহা ভুল করে চাই আর যাহা পাই তাহা চাইইই না এরকমই ব্যাপারটি। কাঙ্খিত নয় জেনেও অনেকসময় নেমে আসে এই নির্বাসন।অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
একাকীত্ব অথবা নির্বাসন চাপিয়ে দেয়া হলে মেনে নেয়া ছাড়া আর পথ থাকে না। ক্রমান্বয়ে মানিয়ে চলাও সম্ভব হয় না। একাকীত্ব নিজেই একসময় বিদ্রোহ করে চলে যেতে চায় আরও নির্জনে।
রেজওয়ানা কবির
মেনে নেয়া সত্যি অসম্ভব। মেনে নিতে নিতে একসময় ক্লান্ত হয়ে পড়ে নয়ত একেবারে হারিয়ে যায় সব ছেড়ে। খুব ভয়ানক এই যন্ত্রনা, মাঝে মাঝে মনে হয় পাখি হলেই ভালো হতাম!! ডানা ঝাঁপটাতাম আর ঘুরে বেড়াতাম!!!উড়িয়ে দিতাম নির্বাসন!!
ধন্যবাদ আর শুভকামনা সবসময় আপু।
রিতু জাহান
উফ অপেক্ষা!
এমন অপেক্ষার মৃত্যু হয় না যে কেনো!
কতো আর অপেক্ষা,
খুব ভালো লাগলো আপু,,
রেজওয়ানা কবির
হুম আপু অপেক্ষার মৃত্যু হয় না। আমিও চাই অপেক্ষার মৃত্যু হোক।
কিন্তু কই হয়!!!!!🤣
ধন্যবাদ আর শুভকামনা আপু। ভালো থাকবেন।
হালিমা আক্তার
নির্বাসনে গড়ে নিবো সোনার সিংহাসন।
শুধু তোমার স্মৃতিটুকু নিয়ে যাও।
আমি নতুন করে পানসি সাজাবো।
আমার একার তরে। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
আপনার মন্তব্যে অসংখ্য ভালোলাগা রেখে দিলাম।
একার তরে পানসি সাজানো ভালোই হবে মনে হয়! ধন্যবাদ আর শুভকামনা আপু।