নিফাকি

অরণ্য পুলক ৫ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৭:১৬:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৬ মন্তব্য

বকধার্মিক বিশাল বড় তপস্বী ভাই আমি,

অধর্মের পূজারি আর ব্যাখ্যাকারীও আমি।

কিছু সময় ভাল থাকি,

কিছু সময় মন্দ।

কিছু সময় সাধু আমি,

বাকি সময় ভণ্ড।

স্বভাব দেখে বাহির থেকে ভাল বোলো নাকো;

কথা বুঝে আমার থেকে দূরে দূরে থাকো।

বাহিরেতে সুবাস বড়ই ভেতরেতে গন্ধ,

কোটর মাঝে চোখ থেকেও অন্ধ আমি অন্ধ।  (9)  ^:^

৬০৬জন ৬০৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ