বকধার্মিক বিশাল বড় তপস্বী ভাই আমি,
অধর্মের পূজারি আর ব্যাখ্যাকারীও আমি।
কিছু সময় ভাল থাকি,
কিছু সময় মন্দ।
কিছু সময় সাধু আমি,
বাকি সময় ভণ্ড।
স্বভাব দেখে বাহির থেকে ভাল বোলো নাকো;
কথা বুঝে আমার থেকে দূরে দূরে থাকো।
বাহিরেতে সুবাস বড়ই ভেতরেতে গন্ধ,
কোটর মাঝে চোখ থেকেও অন্ধ আমি অন্ধ। (9) ^:^
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এটাই আসলে সত্যি রে ভাই.
কোটর মাঝে চোখ থেকেও অন্ধ, আমি অন্ধ.
জিসান শা ইকরাম
আমরা প্রায় সবাই এমনই 🙂
নীলকন্ঠ জয়
(y)
লীলাবতী
ভালো লেগেছে ।
খসড়া
🙂
হতভাগ্য কবি
অন্ধ আমিও অন্ধ। (y) (y) (y)