নেই নেই কিচ্ছু নেই
পৃথিবীতে মানুষ নেই
অমানুষের ভিড়ে
চেয়ে দেখো কেমন করে
মানুষ মানুষকে মারে।
নেই নেই কিচ্ছু নেই
বিবেকের দরবারে বিচার নেই
কেমন করে মারছে ওরা
দেহে তার একটি অঙ্গও অক্ষত নেই।
নেই নেই কিচ্ছু নেই
কলম কালি সবই আছে
শুধু লিখবার সাহস নেই
ধর্ম বলে ডান দিকে চল
শিষ্য বলে বামেই সবল।
নেই নেই কিচ্ছু নেই
ধর্মের আদর্শে মানুষ নেই
রাষ্ট্রের কর্তায় সু-শাসন নেই
মারছে মানুষ নরপশুরা
শুধু তার প্রতিকার নেই।
নেই নেই কিচ্ছু নেই
ভালোর দাম নেই
মন্দের হাত তালির অভাব নেই
তবুওতো আছে কিছু,
প্রতিবাদের আওয়াজ নেই।
নেই নেই কিচ্ছু নেই
শান্তির ধর্মে শান্তি নেই
হত্যায় ছোয়াব নেই পাপ
কুসংস্কারে মাথায় গিলু নেই।
নেই নেই কিচ্ছু নেই
মাটির মমতায় টান নেই
স্বার্থের তরে ন্যায় বিচার নেই
শান্তি প্রিয় দেশে শান্তি নেই।
৬টি মন্তব্য
খেয়ালী মেয়ে
নেই নেই কিচ্ছু নেই–আসলেই কিচ্ছু নেই..শান্তি প্রিয় দেশে সত্যি শান্তি নেই 🙁
চমৎকার লিখেছেন (Y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম বিশেষ ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
কিছুই নেই আসলে
সুন্দর উপস্থাপনা।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া।
আমাদের এদেশ নিয়ে এখনো গর্ব আছে, বুলি আছে।
মোঃ মজিবর রহমান
সহমত
ব্লগার সজীব
সব কিছুই চলে গিয়েছে আমাদের মাঝ থেকে 🙁