নিঃস্ব মানবতা

মনির হোসেন মমি ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০৫:২০:১১অপরাহ্ন এদেশ, কবিতা, সমসাময়িক ৬ মন্তব্য

নেই নেই কিচ্ছু নেই
পৃথিবীতে মানুষ নেই
অমানুষের ভিড়ে
চেয়ে দেখো কেমন করে
মানুষ মানুষকে মারে।

নেই নেই কিচ্ছু নেই
বিবেকের দরবারে বিচার নেই
কেমন করে মারছে ওরা
দেহে তার একটি অঙ্গও অক্ষত নেই।

নেই নেই কিচ্ছু নেই
কলম কালি সবই আছে
শুধু লিখবার সাহস নেই
ধর্ম বলে ডান দিকে চল
শিষ্য বলে বামেই সবল।

নেই নেই কিচ্ছু নেই
ধর্মের আদর্শে মানুষ নেই
রাষ্ট্রের কর্তায় সু-শাসন নেই
মারছে মানুষ নরপশুরা
শুধু তার প্রতিকার নেই।

নেই নেই কিচ্ছু নেই
ভালোর দাম নেই
মন্দের হাত তালির অভাব নেই
তবুওতো আছে কিছু,
প্রতিবাদের আওয়াজ নেই।

নেই নেই কিচ্ছু নেই
শান্তির ধর্মে শান্তি নেই
হত্যায় ছোয়াব নেই পাপ
কুসংস্কারে মাথায় গিলু নেই।

নেই নেই কিচ্ছু নেই
মাটির মমতায় টান নেই
স্বার্থের তরে ন্যায় বিচার নেই
শান্তি প্রিয় দেশে শান্তি নেই।

৮৩০জন ৮৩০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ