নিঃসঙ্গ আহবান!

তৌহিদুল ইসলাম ৯ জুন ২০১৯, রবিবার, ১২:২৬:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

আমার দিন কেটে যায় কখনো খেলায়,
কখনওবা দিবানিশির খেয়ালীতে।
কোলের ওপর পাতানো লুডুর ছকের অতল গহ্ববরে,
কিংবা তৃষ্ণার্ত মৃগয়ার বিরামহীন আর্তচিৎকারে;
হাঁটাচলা করে নামহীন একঝাঁক বিষ পিঁপড়ে।

পঞ্চাননের দৈব বাণীতে-
নাজেহাল মেঘমল্লরের কড়াৎ কর্কশ মুহূর্তে,
সেই যে পাপ লেগেছিলো গায়ে;
ঋষি ওঝা বৈদ্যরা সব হয়েছে নাজেহাল।

নিশিরাতে শোনা অকুল-পাড়ির সেই আনন্দগান-
আজ রূপ নিয়েছে বিস্বাদের হারমোনিকাতে।
ক্লান্ত শ্রান্ত মাঝি আসুক ঘরে ফিরে,
বকুলের মালা গেঁথে রেখেছে সে এক মিষ্টি মেয়ে।

দুলুক তরী ঢেউয়ের পরে জাগ্রত প্রাণে,
বাঁধনহারা হাওয়ার ডাকে।
অকুলপাথারে ভেসে যাওয়া ডাহুকের আহবানে;
বারান্দার গ্রীল ধরে মিষ্টি মেয়েটা এখনো দাঁড়িয়ে থাকে-
উৎসুক নয়নে ঐ দূর পাণে।

১১৬৭জন ৯৫৩জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ