
আমার দিন কেটে যায় কখনো খেলায়,
কখনওবা দিবানিশির খেয়ালীতে।
কোলের ওপর পাতানো লুডুর ছকের অতল গহ্ববরে,
কিংবা তৃষ্ণার্ত মৃগয়ার বিরামহীন আর্তচিৎকারে;
হাঁটাচলা করে নামহীন একঝাঁক বিষ পিঁপড়ে।
পঞ্চাননের দৈব বাণীতে-
নাজেহাল মেঘমল্লরের কড়াৎ কর্কশ মুহূর্তে,
সেই যে পাপ লেগেছিলো গায়ে;
ঋষি ওঝা বৈদ্যরা সব হয়েছে নাজেহাল।
নিশিরাতে শোনা অকুল-পাড়ির সেই আনন্দগান-
আজ রূপ নিয়েছে বিস্বাদের হারমোনিকাতে।
ক্লান্ত শ্রান্ত মাঝি আসুক ঘরে ফিরে,
বকুলের মালা গেঁথে রেখেছে সে এক মিষ্টি মেয়ে।
দুলুক তরী ঢেউয়ের পরে জাগ্রত প্রাণে,
বাঁধনহারা হাওয়ার ডাকে।
অকুলপাথারে ভেসে যাওয়া ডাহুকের আহবানে;
বারান্দার গ্রীল ধরে মিষ্টি মেয়েটা এখনো দাঁড়িয়ে থাকে-
উৎসুক নয়নে ঐ দূর পাণে।
২৮টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম……
আহা আহা…….. একটুও বাড়িয়ে বা কমিয়ে বলছিনা…. প্রতিটা শব্দের বুনন বড় নিখুঁত করে ঠাস বুননে গাঁথা। ভাব এবং ব্যঞ্জনাময় লেখা। হৃদয় ছুঁয়েছে।
অনেকদিন হলো আমি কিছুই পারছিনা শব্দের খেলা খেলতে।
তৌহিদ
প্রথম হবার জন্য এক খিলি পান ঠিক আছে আপু!!🎁
তৌহিদ
আচ্ছা এক বিড়াই সই। সাথে কি জর্দা হবে আপুমনি? আমার আবার হাকিমপুরী, আর ভিজাপাতি লাগে কিন্তু!!☺☺
বাবা জর্দাটাও বেশ!
তৌহিদ
গুনি লেখক যখন পাঠক হয়ে দু’কলম লিখে, বড্ড খুশি খুশি লাগে। এটাই পরম প্রাপ্তি।
লেখা আমারও সবসময় আসেনা, আজ ক্যাম্নে ক্যাম্নে যেন এসে গেলো। আসলে শব্দেরা মাঝেমধ্যে বিরহে ভোগেতো তাই। আপনার ক্ষেত্রেও এমনই হয়েছে। ঠিক হয়ে যাবে।
ভালোবাসা জানবেন প্রিয় আপু।
বন্যা লিপি
ভাইরে গুণী ফণী আমারে কইবেন ছেন? আমি ধোপার নাপিত। বোঝতে শেখতে উস্টা খাইতে খাইতে চলার মতো অবস্থা!!
বোদ্ধা হবার তালে দীক্ষা নেবার সময়ও নাই। ভালো লেখা বুঝি, এটুকুই যা…… আমার ভালোলাগা।
অকৃত্রিম শুভেচ্ছা জানবেন 🌷🌷🌷
বন্যা লিপি
এক খিলি পানে হবেনা, বিড়া চাই। এক বিড়া হইলে ভেবে খুশি হই 😂😂😂
তৌহিদ
আহা আহা! কি সৌজন্যবোধ! গুনী মানুষতো আপনাকেই বলা যায় আপু।
লোকে যারে বড় বলে বড় সেই হয়…
ইঞ্জা
খুব ভালো লেখেন ভাই আপনি, লেখাটি খুব ভালো লাগলো।
তৌহিদ
খুব ভালো লিখিনা, মাঝেমাঝে একটু চেষ্টা করি দাদা।
শুভকামনা জানবেন।
ইঞ্জা
ভালো লিখেন কিনা তা আপনার পাঠককুল বলবেন ভাই।
শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
দারুণ লেখনী।
তৌহিদ
ধন্যবাদ
জিসান শা ইকরাম
শব্দ ভান্ডার মনে হয় উন্মুক্ত করে দিলেন!
ভালো হয়েছে খুব।
শুভ কামনা।
তৌহিদ
শব্দেরা মাঝেমধ্যে খেলা করছে মাথার ভিতর। যখনি নাড়াচাড়া করতে থাকে তখনই লিখে ফেলি। আজকাল দেরী করলেই তারা পালিয়া যায়।☺☺
আরজু মুক্তা
ভাইয়া ভালো লাগলো।।মাঝে মাঝে নিঃসঙ্গতা ভালো লাগে।।
শবনম মোস্তারী
খুব ভালো শব্দ চয়ন।
তৌহিদ
অনেক অনেক ধন্যবাদ জানবেন প্রিয় ব্লগার @শবনম।
তৌহিদ
হ্যা মুক্তা আপু তখন এইরাম লেখা বের হয় মাথা থেকে ☺
সঞ্জয় মালাকার
খুব ভালো লেখেন ভাইয়া আপনি, পড়ে বেশ ভালো লাগলো।
তৌহিদ
চেষ্টা করি লেখার এই একটু আধটু ভাই। আপনিও অনেক ভালো লেখেন।
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
আমি চেষ্টা করি কিন্তু আপনাদের মতো হয় না, আপনাদে লেখা খুব ভালো হয় পড়ে আনন্দ মিলে।
ভালো থাকবেন ভাই শুভ কাম। 🌹🌹
সাবিনা ইয়াসমিন
নিঃসঙ্গতা থেকে এমন লেখা বের হলে মাঝে নিঃসঙ্গ থাকাই ভালো। ভালো হয়েছে। মিষ্টি মেয়ের অপেক্ষা ফুরালে আর একটা লেখা দিবেন। 😊😊
শুভ কামনা রইলো তৌহিদ ভাই 🌹🌹
তৌহিদ
নিঃসঙ্গতা সবসময়েই বেদনাদায়ক আপু। লেখাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
লিখতে আর কতক্ষন। বসলেই হয়ে যায়। ধন্যবাদ জানবেন।
মনির হোসেন মমি
পঞ্চাননের দৈব বাণীতে-
নাজেহাল মেঘমল্লরের কড়াৎ কর্কশ মুহূর্তে,
সেই যে পাপ লেগেছিলো গায়ে;
ঋষি ওঝা বৈদ্যরা সব হয়েছে নাজেহাল।
চমৎকার শব্দমালা।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
ইঞ্জা
সুন্দর শব্দচয়ন, মুগ্ধতা রয়ে গেলো ভাই।
তৌহিদ
ধন্যবাদ জানবেন দাদাভাই।
ইঞ্জা
শুভেচ্ছা