অনেকে ভাগ্যকে বিশ্বাস করেন অনেকে আবার ভাগ্যকে বিশ্বাস করেন না।অনেকে আবার ভাগ্যকে ফিফটি ফিফটি বিশ্বাস করেন।তবে জীবনে ভাগ্য সম্পর্কে অগ্রীম জানার কৌতুহলের বশীভুত হয়ে ভাগ্য রেখা গণণায় কম বেশ জ্যোতিষির কাছে যাননি এমন সংখ্যা কম।তবে এ কথা সত্য যে যিনিই ভাগ্যের ভাল মন্দ ভবিষৎ জানতে জ্যোতিষিদের নিকট গিয়েছেন তিনিই অবাক হয়েছেন জীবনের সাথে মিলে যাওয়া জ্যোতিষির কথা শুনে।এক দম!অনেকটা কথাই মিলে যায়।কি করে পারেন তারা?তাদেরকে অন্য কিছু ভাববার অবকাশ নেই।তাদের অধ্যাবসায়,তাদের ধ্যান,তাদের জ্ঞান আহরণ ও অভিজ্ঞতাই তারা এ পর্যায় চলে যান।শুধু তাদের ভাগ্য উন্নয়ণ হয় না বা জানতে পারেন না তাদের ভবিষৎ কি বা তারা কেমন!তারা এতো সব জান্তা যে তাদের ভাগ্যের দোয়ার প্রসন্নই হয় না।
আমি মুলত ভাগ্যের উপর বিশ্বাসী নই তবুও জীবনে কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা ভাগ্যের দোষ ছাড়া আর কিছুই নয়।ভাগ্যকে জানতে জ্যোতি বিজ্ঞানের বিভিন্ন মাধ্যম থাকে।কেউ শুধু চেহারা দেখেই বলে দেয় তার আদি অন্ত,কেউ হাত দেখে,কেউ বা নামের অর্থ দিয়ে।আজকে আমি তেমনি একটি লেখা প্রকাশ করছি যা আপনার নামের সংখ্যাই বুঝতে পারবেন আপনার স্বভাব চরিত্র।তবে নোট দেট আমি কোন গণক নই আর এ পথে আমার যাওয়ারও কোন ইচ্ছে নেই।স্রেফ মজা করতেই এ পোষ্ট দেয়া।
এবার দেখুন আপনার নাম আপনার সম্বন্ধে ঠিক কী বলছে দেখে নিন
অক্ষর এবং সংখ্যা:
মনে করুন আমার নাম-MONIR
এবার অক্ষরে পাশে সংখ্যা বসাই।
M=4,
N=5,
I=1,
R=2
এবার এই সংখ্যাগুলিকে যোগ করি, 4+5+1+2= সংখ্যা হল> 12
যোগফল দুই সংখ্যার হলে তাকে আবার যোগ করতে হবে। যেমন 1+3=4 তাহলে আপনার নামের সংখ্যা গিয়ে দাড়ালো> 4 (y)
(y) এবার আপনার পালা! বুঝে নিন নিউমেরলজি আপনার নাম সম্পর্কে ঠিক কি কি বলছেন আর কতটুকু বা মিলে যাচ্ছে:
(y) যদি নামের সংখ্যা>1 হয়
খুবই উচ্চাকাঙ্খী হলেন আপনি।চলতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হয়ে হয়।কিন্তু আপনার মধ্যে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রবল ক্ষমতা বিদ্যমান।যা কখনোই কেউই আপনাকে দমিয়ে রাখতে পারবেন না।
(y) যদি নামের সংখ্যা>2 হয়
আপনাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়।অনেক সময় আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন।যার ফলে আপনাকে কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।
(y) যদি নামের সংখ্যা>3 হয়
কাজও যেমন করেন, তেমন সফলতাকে উদযাপনও করেন সফল ভাবে আনন্দের সাথে।অন্যদের থেকে তাড়া তাড়ি নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার এক অদ্ভুত দক্ষতা আছে আপনার মধ্যে।
(y) যদি নামের সংখ্যা>4 হয়
আপনি চট জলদি কাউকে আপনার বন্ধু বানিয়ে ফেলতে পারেন।বন্ধুত্ব কখনো কখনো যাকে বলে জীবন মরন বন্ধুত্ব হয় উঠে।
(y) যদি নামের সংখ্যা>5 হয়
আপনি খুবই বুদ্ধিমান এবং সমস্ত কাজ খুব চট জলদি করে ফেলতে পারেন। যে সব কাজ করতে খুব বেশি সময় লাগে, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতেই বেশি পছন্দ করেন আপনি।অযথা সময় নষ্ট করেন না।
(y) যদি নামের সংখ্যা>6 হয়
আপনার পাওয়ার আশাটা একটু বেশী।আপনার আশে পাশের সকলের থেকেই সম্মান পেতে চান আপনি।আবার অনেক সময় সেই সম্মান খুইয়ে ফেলার মতো কাজও করেন।উচ্চাভিলাষী হওয়ার জন্য প্রচুর অপব্যয়ও করে ফেলেন।
(y) যদি নামের সংখ্যা>7 হয়
আপনার উদ্ভাবনী,পর্যবেক্ষণ শক্তি প্রবল।তবে শিল্পকলার প্রতি আগ্রহ সব থেকে বেশি।কিন্তু পুরনো পন্থাকে অবলম্বন করে চলতে প্রবল দ্বিধা আপনার।
(y) যদি নামের সংখ্যা>8 হয়
আধ্যাত্মিকতার প্রতি অদ্ভুত ইচ্ছা আছে আপনার।এছাড়াও যে কোনও দায়িত্বপূর্ণ কাজকে সু-দক্ষ ভাবে করে সম্পর্ন করতে পারেন আপনি।
(y) যদি নামের সংখ্যা>9 হয়
রাগ যেন আপনার ঠিক নাকের ডগায় থাকে।আবার খুব তাড়া তাড়ি রাগ ভেঙেও যায়।যতই রাগ করুন না কেন যে কোনও কাজকে সঠিক সময় শেষ করার জন্য আলাদা একটা খ্যাতি আছে আপনার।
——————————————————— -{@
“২০১৯ নতুন বছরে আপনাকে অগ্রীম শুভেচ্ছা -{@ ”
জেনে নিতে পারেন রাশি চক্র হিসাবে আপনার নতুন বছর 2019 কেমন যাবে।
লেখাটি সংগ্রীহিত মুডিফাই
২৬টি মন্তব্য
ইঞ্জা
:D)
আমার আসল নামের সাথে ৯ আসে :D)
বুঝেই দেখুন। :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার ধারনা সংখ্যার অর্থের সাথে মনে হয় মিলে গেছে।আপনাকে দেখতেই কেমন যেন রাগি ভাবগম্ভীর্য মনে হয় আবার অনলাইনে যতটুকু আপনার সম্পর্কে ধারনা পেয়েছি(আমার দৃষ্টিতে) তাতে আপনার অন্তরটা আতিথ্যপরায়ণ মায়াময় এবং যে কোন কাজ নিষ্ঠার সহিতই করে থাকেন।
শুভ নব বর্ষ ২০১৯ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
শুভ হউক প্রতিটি দিন
প্রতিটি ক্ষণ
প্রতিটি সকাল,দুপুর,বিকেল,রাত্রী -{@
ইঞ্জা
ধন্যবাদ ভাই, রাগ গাম্ভীর্য্য আমার আছে তা ঠিক কিন্তু তা সময়ের বিষয় এবং সবার জন্য নয়, আমি চেষ্টা করি সবার সাথে মিশে থাকতে, ধন্যবাদ ভাই।
নীলাঞ্জনা নীলা
আমার তো পাঁচ হয়েছে মনির ভাই। 😃
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কি বলে আপনার সংখ্যাটি…আমারতো মনে হয় মিল আছে। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই বুদ্ধিক্ষেত্র ছাড়া। 😃
তৌহিদ
আমার এসেছে ৯। ঘটনা অনেক কিছুই মিলে গেলো।
😀 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এটা জাষ্ট ফান।ধন্যবাদ। -{@
ছাইরাছ হেলাল
আমি কিন্তু ৮!!
সাবধান!!
ছোট বেলায় এটি করতাম!!
বুড়াকালে আপনি মনে করালেন!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা
আবার শুরু হউক -{@
মোঃ মজিবর রহমান
মনির ভাই, আমার ১৮ কি বলে?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনার সংখ্যা ৯
দেখুন কি বলে -{@
মোঃ মজিবর রহমান
কেমনে মিল্ল। মনির ভাই। -{@
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
ওওওও মমি ভাই ,,,আমার নামের সংখ্যা কি বলে জানতে মন চায়,,,,,হেল্প প্লিজ 😂😂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আসলে কোথাকার!
তবে আপনার নাম যদি হয় sabina
তবে আপনার সংখ্যা ৩
ওখানে কিন্তু অলসতার ছোয়াঁ নেই আছে এক সার্থক জীবনের গদ্য।ধন্যবাদ আপু -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শব্দটি হবে অলসে কোথাকার!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদতো আমার দেয়ার কথা ছিলো !! এখন আপনাকে কি দেই ??
Thank you জ্যোতিসি ভাই। চার আনা পয়সা আর সোয়া কেজি আতপ চাইল বাকি থাকলো।
নতুন বছরের অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
মায়াবতী
বাহ দারুণ তো! মনু ভাই কি আজকাল এই সব চর্চা শুরু করছেন নি!! কি মজা
:c
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হ ট্রেনিংয়ে আছি আপু দোয়া করবাইন যাতে পিএইচডি করবাইন পারি। -{@
আপনি যদি
Mariam হন
তবে আপনার সংখ্যা হল ৩
চন্দ্রঁ কন্যা মিলিয়ে নিন -{@
মায়াবতী
😀 🙂 (y)
রিতু জাহান
আমি এতো হিসেব করতে পারতেছি না এখন। জ্যোতিষশাস্ত্র বড় জটিল বিষয় লাগে আমার। কিছুতেই মাথায় ঢোকে না।
রাহুর দোষ আরো কি কি যেনো আছে।
তথ্যমূলক পোস্ট।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনার সকল কাজে আমাদের শুভ কামনা -{@
আপনার নাম যদি Ritu
হয়ে থাকে তবে সংখ্যাটি হল ৪
ধন্যবাদ -{@
রিতু জাহান
আমার আকিকার নামের সংখ্যা বারো হয়।
জিসান শা ইকরাম
বাহ, দারুন এক পোস্ট। ধন্যবাদ আপনাকে এমন পোস্টের জন্য। আমার সংখ্যা ১ 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ প্রিয় ভাইটি
-{@