নানারূপী সমাগম

বোরহানুল ইসলাম লিটন ১৮ মে ২০২২, বুধবার, ০৭:২১:২৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

রোজ দেখি তদবিরে – কতো লোক ঘুরে ফিরে
রঙে রূপে মনে হয় একই প্রাণ,
সকলেরই গতি হাসে – ভাষা আশা নিঃশ্বাসে
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।

কেউ যাচে সুখী মন – কেউ সাজে দুর্জন
জানি তো লহুর ধারা নয় দুই!
স্বার্থের কষাঘাতে – জাগলেই তবু রাতে
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।

অথচ বখিলও মানে – সামনে বা নিরজনে
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,
শঠতার কর্ষণে – সম্পদ আহরণে
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।

নানারূপী সমাগম – চলছেই হরদম
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,
এরই মাঝে কিছু পণ – ঢাকছে যা অর্জন
নিজেরে রাখতে শুধু অবনত।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৪৯জন ৩৪৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ