
(১)
প্রেমিক প্রেমিকার গল্প
__নাজমুল হুদা
তোমরা একেএকে অবহেলায় ফেলে গিয়ে
আমাকে দিন দিন প্রেমিক হয়ে উঠা শিখাচ্ছো।
একদিন অচেনা কেউ আমার প্রেমিকা হবে;
সেদিন আমি পরিণত ভালোবাসা প্রয়োগ করে
জীবনে প্রেমিক হয়ে উঠার ঋণ শোধ করবো।
(২)
যুগল
__নাজমুল হুদা
সাময়িক ত্রুটিতে সাময়িক ছুটি
বার্তা বিচ্যুতিতে কথা অব্যাহতি।
ধৈর্য্য পরম্পরায়-
এক যুগল মানবাত্মা কুঁড়ায় সুখ্যাতি।
(৩)
ধর্ষক
__নাজমুল হুদা
অবিশ্বাসী আমি পুরুষের পুনঃজন্মে;
যদি হয় এমন
জন্ম তাঁর; প্রাণীর নিষিদ্ধকরণ ভ্রূণে।
(৪)
মনচিত্র
__নাজমুল হুদা
কারণ;
সীমান্তে থাকা অবহেলার গুলিতে
ধারণ;
কুয়াশা মোড়ানো সজীব কফিনে।
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
মাঝে মাঝে তাই হয় কুয়াশায় মোড়ানো সজীব কফিন। কফিনের মানুষ কিছু বলতে পারেনা। কিন্তু কফিন চুপচাপ শোনে।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍
ছাইরাছ হেলাল
প্রেমে প্রতিশোধ পরায়ণতা একটু থাকেই, লাগেও।
নাজমুল হুদা
প্রতিশোধ সহনীয় পর্যায়ে থাকা ভালো কিছু দেয়।
ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
ওরেব্বাস, এতো বিদ্রোহী প্রেমিকের বার্তা দিলেন দেখছি। অনুকবিতাগুলি ভালো লাগলো নাজমুল।
ঈদের শুভেচ্ছা রইলো।
নাজমুল হুদা
ঈদ মোবারক ভাইয়া 😍
সুস্থ থাকবেন। সবার দোয়া করবেন সবসময়।
তৌহিদ
অবশ্যই ভাই।
সাবিনা ইয়াসমিন
অনুকবিতা গুলো ভালো হয়েছে।
প্রতি কবিতার নীচে নিজের নাম আলাদা লেখাটা দৃষ্টিকটু দেখাচ্ছে। এটা ঠিক করলে ভালো হতো।
মনচিত্র না মানচিত্র? দুটি নামেই সুন্দর অর্থ আসে। তুমি কোনটা বুঝিয়েছো বললে ভালো লাগতো।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ওকে , আপু আরেকবার থেকে নাম সংযুক্ত করবো না।
মনচিত্র বুঝিয়েছি । প্রত্যেকেটা কবিতার মুলভাব হলো নামটি ।
ইঞ্জা
প্রেমেই তো প্রতিশোধ পরায়ণতা আসে কবি।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
ইঞ্জা
ভালোবাসা অফুরান ❤💕
শামীম চৌধুরী
অনুকবিতাগুলির মধ্যে ধর্ষক ভালো লেগেছে। প্রতিটি যে নাজমুল ভাইয়ের লেখা সেটা আমরা জানি। তাই সবগুলি পর্ব লিখে সবার শেষে নামটা লিখলে পড়তে ভালো লাগে। সামনে যেন পড়তে পারি সেই সুযোগটা করে দেবেন।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😍
পরের বার থেকে এমন হবে না ।
মনির হোসেন মমি
চমৎকার কবিতাগুলো
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় ভাইয়া 😍
শাহরিন
প্রথমটি বেশী ভালো লেগেছে।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍